চিঠি লিখে প্রশংসা প্রধানমন্ত্রীর, ট্যুইট করে ধন্য়বাদ জানালেন সানিয়া মির্জা

Published : Mar 11, 2023, 03:32 PM ISTUpdated : Mar 11, 2023, 04:00 PM IST
Sania Mirza

সংক্ষিপ্ত

সদ্য় প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নিয়েছেন সানিয়া মির্জা। তাঁর দু'দশকের পেশাদার কেরিয়ার শেষ হয়ে গেল। সানিয়ার বিদায়ে ভারতীয় টেনিসপ্রেমীরা কিছুটা দুঃখিত।

পেশাদার টেনিস থেকে সদ্য অবসর নেওয়া সানিয়া মির্জাকে চিঠি লিখে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সানিয়াকে ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। সানিয়াকে অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেই চিঠি ট্য়ুইটারে পোস্ট করেছেন সানিয়া। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সানিয়া লিখেছেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যে সুন্দর, অনুপ্রেরণামূলক কথা লিখেছেন, এর জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের প্রতিধিনিত্ব করতে পেরে আমি অত্য়ন্ত গর্বিত। আমি সবসময় নিজের সেরাটা দিতে চেয়েছি। ভারতকে গর্বিত করার জন্য যা করতে পারি আমি সেটাই করে যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ।’ টেনিস থেকে অবসর নেওয়ার পর উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের মেন্টর হিসেবে কাজ করছেন সানিয়া। তাঁর দল অবশ্য এখনও পর্যন্ত এই টি-২০ লিগে জয় পায়নি। টানা ৪ ম্যাচ হেরেছে আরসিবি।

 

 

গত রবিবার, ৫ মার্চ হায়দরাবাদের লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলেন সানিয়া। এই স্টেডিয়ামেই ছোটবেলায় টেনিস খেলা শুরু করেন সানিয়া। সেখানেই শেষ ম্যাচ খেলেন এই তারকা। তাঁর শেষ ম্যাচে ছিলেন রোহন বোপান্না, যুবরাজ সিং ও বেথানি মেটেক স্য়ান্ডস। তাঁদের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেন সানিয়া। তাঁর শেষ ম্যাচে লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সানিয়াকে সংবর্ধনা দেন তেলঙ্গানার ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়। যেখান থেকে টেনিস খেলা শুরু সেখানেই শেষ ম্যাচ খেলার পর সানিয়া বলেন, ‘আমি এর চেয়ে ভালোভাবে টেনিসকে বিদায় জানাতে পারতাম না। আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে। আমি ২০ বছর ধরে খেলেছি। দেশের হয়ে খেলাই আমার কাছে সবচেয়ে বড় সম্মানের ব্যাপার। সব অ্যাথলিটই সর্বোচ্চ পর্যায়ে দেশের হয়ে খেলতে চায়। আমিও সেটা করতে পেরেছি।’

ডাবলস ও মিক্সড-ডাবলস মিলিয়ে ৬ বার গ্র্য়ান্ড স্ল্য়াম চ্য়াম্পিয়ন হয়েছেন সানিয়া। প্রতিটি গ্র্য়ান্ড স্ল্য়ামই অন্তত একবার করে জিতেছেন এই তারকা। অলিম্পিক্সে অবশ্য পদক পাননি সানিয়া। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মিক্সড-ডাবলসের সেমি ফাইনালে হেরে যান তিনি। অলিম্পিক্সে পদক পেলে তাঁর কেরিয়ার সম্পূর্ণ হত বলে জানিয়েছেন সানিয়া

আরও পড়ুন-

আঁতুড়ঘরে শেষ ম্যাচ, পাকাপাকিভাবে টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা

পিটি ঊষা, দীপা কর্মকার, পিভি সিন্ধু, ক্রীড়াক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন এই মহিলারা

'আমেদাবাদে একটি স্মরণীয় সকাল কাটালাম, ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্ব আরও দৃঢ় হোক', ট্যুইট মোদীর

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli Earnings: ইনস্টাগ্রাম থেকেই ঝুলিতে কোটি কোটি টাকা, একটি মাত্র পোস্ট থেকে কোহলির আয় কত জানেন?
IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?