পাকাপাকিভাবে টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া, একনজরে সেরা ১০

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারত। চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা।

ওডিআই ও টেস্ট ফর্ম্যাটে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফের জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার ইচ্ছাপ্রকাশ করলেও তিনি সম্ভবত সেই সুযোগ পাচ্ছেন না। রোহিত, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের আর হয়তো ভারতের টি-২০ দলে নেওয়া হবে না। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। টি-২০ বিশ্বকাপের পরেই বিসিসিআই কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। মুম্বইয়ে বিসিসিআই-এর পর্যালোচনা বৈঠকের পরেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত এই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়াকে। এই অলরাউন্ডারকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা ইতিমধ্যেই স্পষ্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে কে এল রাহুলের বদলে সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিককে। ভবিষ্যতে ভারতীয় দলে তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। আঙুলের চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনিই ব্যাটিং ওপেন করবেন। তাঁর সঙ্গে ওপেন করবেন শুবমান গিল। খেলার সুযোগ পাচ্ছেন না সদ্য দ্বিশতরান করা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান।

Latest Videos

বিস্তারিত দেখুন-

টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে ২-১ ফলে হারিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। এবার ওডিআই সিরিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা দলে ফেরায় ভারতের শক্তি। মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামছে ভারত।

বিস্তারিত দেখুন-

আগামী মাসে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আঙুলের চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিত মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। স্টার্ক নিজেই জানিয়েছেন, তিনি হয়তো দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন। নাগপুরে অস্ট্রেলিয়া দলে থাকবেন পেসার জশ হ্যাজেলউড।

বিস্তারিত দেখুন-

১৯ জানুয়ারি ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসির দ্বৈরথ দেখা যেতে পারে। মেসির ক্লাব দল প্যারিস সাঁ জা একটি প্রদর্শনী ম্যাচ খেলতে সৌদি আরবে যাচ্ছে। সেই ম্যাচে আল-নাসর ও আল-হিলালের ফুটবলারদের নিয়ে গঠিত সৌদি অল-স্টার ইলেভেনে থাকতে পারেন রোনাল্ডো।

বিস্তারিত দেখুন-

পর্তুগালের জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হলেন স্পেনের রবার্তো মার্টিনেজ। ৬ বছর বেলজিয়ামের জাতীয় দলের কোচ ছিলেন মার্টিনেজ। এবার তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দায়িত্বে। ভবিষ্যৎ নিয়ে রোনাল্ডোর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন নতুন কোচ।

বিস্তারিত দেখুন-

সোমবার ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন কাতার বিশ্বকাপে ওয়েলশের অধিনায়ক গ্যারেথ বেল। ৩৩ বছর বয়সেই তিনি অবসর নিলেন। দেশের হয়ে ১১১ ম্যাচে ৪১ গোল করেছেন বেল। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 

বিস্তারিত দেখুন-

গোড়ালির চোট সারিয়ে মালয়েশিয়া ওপেনে খেলবেন ভারতের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। তাঁর পাশাপাশি মালয়েশিয়া ওপেনে খেলবেন হায়দরাবাদের অপর এক শাটলার সাইনা নেহওয়ালও। ১২,৫০০০ মার্কিন ডলারের এই সুপার ১০০০ টুর্নামেন্টে ভালো ফলের আশায় ভারতীয়রা। 

বিস্তারিত দেখুন-

প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৫৫ রান করে কিউয়িরা। ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন নাসিম শাহ। ১১ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৫৮ রানে ১০৯ রান করলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার আজম খান। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। এই ইনিংসের পর পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি জোরালো করলেন আজম।

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral