ক্রীড়া পরিকাঠামোর ক্ষেত্রে এখন দেশের অন্যতম সেরা রাজ্য ওড়িশা। ক্রীড়াক্ষেত্রে অসাধারণ নজির গড়ে চলেছে পূর্ব ভারতের এই রাজ্যটি। এবার আরও একটি নজির গড়ল ওড়িশা।
কয়েকদিন পরেই ওড়িশায় শুরু হতে চলেছে হকি বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতার কয়েকটি ম্যাচ। রাউরকেল্লায় গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম। পাশাপাশি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেও হবে হকি বিশ্বকাপের ম্যাচ। বৃহস্পতিবার রাউরকেল্লায় বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে ওড়িশা সরকারের এই দাবিকে চ্যালেঞ্জ জানান বিজেপি বিধায়ক শঙ্কর ওঁরাও। তিনি দাবি করেন, এই নতুন স্টেডিয়াম আসলে বিশ্বের চতুর্থ বৃহত্তম হকি স্টেডিয়াম। এরপর ওড়িশার ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী টি কে বেহেরা জানালেন, বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শকাসন রয়েছে। সেই হিসেবে এটি বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম। আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এই স্বীকৃতি দিয়েছে। ওড়িশা সরকারের এই নতুন দাবির পর অবশ্য আর এ নিয়ে বিতর্ক থাকার কথা নয়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল ভারতীয় দল। শনিবার রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৯১ রানে জয় পেল হার্দিক পান্ডিয়ার দল। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২২৮ রান করে ভারত। জবাবে ১৩৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তৃতীয় শতরান করলেন সূর্যকুমার যাদব। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রোহিতের শতরানের সংখ্যা ৪। শনিবার মাত্র ৪৫ বলে শতরান করেন সূর্যকুমার। তিনি ৫১ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন।
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়া ঋষভ পন্থের হাঁটু ও গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। মুম্বইয়ের হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার করা হল। এরপর গোড়ালির অস্ত্রোপচার করা হবে। আইপিএল, এশিয়া কাপ তো বটেই, ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত ঋষভ।
চোট পাওয়া ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'ভালো হয়ে ওঠো ভাই। ঋষভ পন্থ, আমরা সবাই তোমার সঙ্গে আছি।'
ভারতের সিনিয়র দলের ৪ নতুন নির্বাচকের নাম ঘোষণা করল বিসিসিআই। নতুন নির্বাচকরা হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরৎ। প্রধান নির্বাচক হিসেবে ফের নিয়োগ করা হল চেতন শর্মাকে।
আইএসএল-এ ফের হার ইস্টবেঙ্গলের। শনিবার অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১০ মিনিটের মাথায় ক্লেটন সিলভার গোলে এগিয়ে যাওয়ার পরেও ১-৩ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ওড়িশার হয়ে জোড়া গোল দিয়েগো মরিসিওর। অপর গোল নন্দ কুমারের। এই হারের ফলে পয়েন্ট তালিকার ৯ নম্বরে ইস্টবেঙ্গল।
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য নতুন রোডম্যাপ তৈরি করছে এআইএফএফ। এই রোডম্যাপ অনুযায়ী, পুরুষ ও মহিলা ফুটবলের উন্নতির ব্যবস্থা করা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে এশিয়ার সেরা ৪ দলের মধ্যে দেখতে চাইছে এআইএফএফ। সেইমতো কাজ শুরু করা হচ্ছে।
পেশাদার টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা। আগামী মাসে ডব্লুটিএ ১০০০ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার পরেই তিনি অবসর নেবেন। এখন অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে খেলার জন্য তৈরি হচ্ছেন সানিয়া। তাঁর বয়স এখন ৩৬ বছর। তিনি শারীরিক ও মানসিকভাবে আর পেশাদার টেনিসের ধকল নিতে পারছেন না বলে জানিয়েছেন।
২০২৬ সালের জুন পর্যন্ত ফ্রান্সের জাতীয় দলের কোচের পদে থাকছেন দিদিয়ের দেশঁ। তাঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২২-এ রানার্স হয়েছে ফ্রান্স। সেই কারণে দেশঁর উপরেই ভরসা রাখছে ফরাসি ফুটবল ফেডারেশন।