সংক্ষিপ্ত
মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। টি-২০ সিরিজে ২-১ ফলে জয় পেয়েছে ভারতীয় দল। এবার ওডিআই সিরিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে মূলত জুনিয়র ক্রিকেটাররাই খেলেছিলেন। তবে ওডিআই সিরিজের দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। মঙ্গলবার গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। ৩ নম্বরে ব্যাটিং করতে পারেন বিরাট। ৪ নম্বরে ব্যাটিং করতে পারেন সূর্যকুমার যাদব। ৫ নম্বরে ব্যাটিং করতে পারেন শ্রেয়াস আইয়ার। ৬ নম্বরে ব্যাটিং করতে পারেন রাহুল। ৭ নম্বরে ব্যাটিং করতে যেতে পারেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এরপর একে একে ক্রিজে যেতে পারেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ শামি। ব্যাটিং বিভাগে ভারতের ভরসা দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার। রোহিত, বিরাট, ঈশান, শ্রেয়াসও ভারতীয় দলের বড় ভরসা। অলরাউন্ডার হার্দিক ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। বোলিং বিভাগে ভরসা ওয়াশিংটন, সিরাজ, চাহাল ও শামি।
গত বছর ওডিআই ফর্ম্যাটে অসাধারণ ফর্মে ছিলেন শ্রেয়াস। তিনিই ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেন। ১৫ ইনিংসে তাঁর মোট রান ছিল ৭২৪। তিনি একটি শতরান ও ৬টি অর্ধশতরান করেন। শুবমান গত বছর ১২টি ওডিআই ম্যাচে ৬৩৮ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৭০.৮৮। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে দ্বিশতরান করেন ঈশান। সেই ম্যাচেই শতরান করেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ঈশান-বিরাট-শুবমানরা। রোহিতও চোট সারিয়ে দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।
চোট সারিয়ে দলে ফিরেছেন বাংলার পেসার শামি। পেস বিভাগে শামির পাশাপাশি ভারতীয় দলের ভরসা সিরাজ, আর্শদীপ সিং, উমরান মালিক, হার্দিক। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে দলে থাকতে পারেন শামি ও সিরাজ। তাঁদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক। দুই স্পিনার হিসেবে থাকবেন ওয়াশিংটন ও চাহাল। কুলদীপ যাদব হয়তো খেলার সুযোগ পাবেন না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের বোলিং বিভাগের সবচেয়ে বড় সমস্যা ছিল অতিরিক্ত রান দেওয়া। দ্বিতীয় ম্যাচে ৭টি নো-বল করেন আর্শদীপ, উমরান, শিবম মাভিরা। তৃতীয় ম্যাচে নো-বল বেশি না হলেও, বেশ কয়েকটি ওয়াইড বল করেন ভারতের বোলাররা। ওডিআই সিরিজে সেই ভুল শুধরে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অতিরিক্ত রান দেওয়া আটকানোই ভারতের বোলারদের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন-
তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন না জসপ্রীত বুমরা
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক যুগের যাত্রা সম্পূর্ণ, আবেগপ্রবণ রোহিত শর্মা
মাথার উপর দিয়ে বিরাটের অবিশ্বাস্য শটে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছিলেন, জানালেন হ্যারিস রউফ