নিষিদ্ধ বস্তু সেবনের দায়ে ৪ বছরের নির্বাসনের বিরুদ্ধে আবেদন দ্যুতি চাঁদের

আন্তর্জাতিক স্তরে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই বারবার বিতর্কেও জড়িয়েছেন অ্যাথলিট দ্যুতি চাঁদ। মাঠে ও মাঠের বাইরে তাঁকে নিয়ে নানা কারণে চর্চা চলে।

ফের বিতর্কে অ্যাথলিট দ্যুতি চাঁদ। এশিয়ান গেমসে জোড়া রুপো জেতা এই স্প্রিন্টারকে ৪ বছরের জন্য নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)। দ্যুতির বিরুদ্ধে নিষিদ্ধ বস্তু গ্রহণের অভিযোগ আনা হয়েছে। ২ বার কোনও প্রতিযোগিতার বাইরে ডোপ টেস্টে ধরা পড়েছেন এই অ্যাথলিট। ২০২২-এর ডিসেম্বরে তাঁর যে নমুনা নেওয়া হয়েছিল, তাতে নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে। ৫ ও ২৬ ডিসেম্বর দ্যুতির নমুনা নেওয়া হয়। ২টি নমুনাতেই একইরকম নিষিদ্ধ বস্তু 'সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডুলেটরস' পাওয়া গিয়েছে। অস্টিওপরোসিস, রক্তাপ্লতা, ক্ষত সারানোর জন্য ব্যবহার করা হয় এই বস্তুটি। এটি নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা)। সেই কারণেই দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে।

এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছেন দ্যুতি। শুক্রবার তাঁর আইনজীবী পার্থ গোস্বামী দাবি করেছেন, 'আমাদের কাছে এটি স্পষ্ট অজান্তে নিষিদ্ধ বস্তু গ্রহণ করার ঘটনা। দ্যুতির শরীরে কীভাবে নিষিদ্ধ বস্তু প্রবেশ করল, সেটা আমরা নির্দিষ্টভাবে জানাতে পারব। আমরা প্রমাণ করতে পারব, দ্যুতি অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছে। ও ট্র্যাকে কোনও সুবিধা নেওয়ার লক্ষ্যে এই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেনি। আমরা এই নির্বাসনের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছি। আশা করি আপিল প্যানেলকে আমাদের বক্তব্য ভালোভাবে বোঝাতে পারব।'  

Latest Videos

দ্যুতির আইনজীবী আরও বলেছেন, 'ভারতের গর্ব দ্যুতি। ও অ্যাথলিট হিসেবে বরাবরই স্বচ্ছ। এক দশকেরও বেশি সময় ধরে ওর দুর্দান্ত কেরিয়ার। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ও ১০০-র বেশি ডোপ টেস্টের মধ্যে দিয়ে গিয়েছে। ওর দীর্ঘ কেরিয়ারে এর আগে কোনওদিন নিষিদ্ধ বস্তু সেবন করার অভিযোগ ওঠেনি।'

নাডা-র অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের শুনানিতেও দ্যুতি ও তাঁর আইনজীবী দাবি করেছেন, অজ্ঞাতসারেই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন। অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাঁর আইনজীবী ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির রিপোর্ট অস্বীকার করেননি। তবে তাঁরা জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন। ফিজিওথেরাপিস্টের পরামর্শেই তিনি ওই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছিলেন।’

মহিলাদের ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড দ্যুতির দখলে। ২০২১ সালে তিনি ১১.১৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে এই রেকর্ড গড়েন। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক পান দ্যুতি। কিন্তু এখন নির্বাসিত হওয়ায় তিনি বিপাকে পড়ে গিয়েছেন।

আরও পড়ুন-

দাবায় মহিলাদের বিভাগে যোগ দিতে পারবেন না লিঙ্গ পরিবর্তনকারীরা, সিদ্ধান্ত ফিডের

কিশোর জেনাকে হাঙ্গেরির ভিসার ব্যাপারে সাহায্য করুক বিদেশমন্ত্রক, আর্জি নীরজ চোপড়ার

Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের