টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ী নীরজ চোপড়া শুধু নিজের জন্যই নয়, সতীর্থ অ্যাথলিটদের কথাও ভাবছেন, তাঁদের পাশে দাঁড়াচ্ছেন।
সতীর্থ অ্যাথলিট কিশোর জেনার সমস্যা সমাধান করার জন্য বিদেশমন্ত্রকের সাহায্য চাইলেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। বৃহস্পতিবার নীরজ ট্যুইট করেছেন, 'কিশোর জেনার ভিসা সংক্রান্ত সমস্যার কথা এইমাত্র জানতে পারলাম। ওকে হাঙ্গেরিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আশা করি কর্তৃপক্ষ সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে। কারণ, ওর কেরিয়ারের অন্যতম বড় মুহূর্ত হতে চলেছে এটা। আমরা ওর জন্য যা করতে পারি, সেটা করা উচিত।' বিদেশমন্ত্রক ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেছেন নীরজ। তাঁর আশা, কিশোরকে সাহায্য করবে বিদেশমন্ত্রক।
বুধবার ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন জানায়, ওড়িশার জ্যাভলিন থ্রোয়ার কিশোরের ভিসার আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির হাঙ্গেরি দূতাবাস। বুদাপেস্টে ১৯ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। কিন্তু হাঙ্গেরির দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর সত্যিই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এই কারণে তাঁকে ভিসা দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে কিশোরের পাশে দাঁড়ালেন নীরজ।
৩০ জুলাই শ্রীলঙ্কান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন কিশোর। তিনি ৮৪.৩৮ মিটারের থ্রো করেন। এটাই তাঁর সেরা থ্রো। শ্রীলঙ্কায় সোনা জেতার সুবাদে বিশ্ব র্যাঙ্কিং কোটায় সুযোগ পেয়ে গিয়েছেন কিশোর। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী, এখন ৩৬ নম্বরে আছেন কিশোর। এর ফলেই বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন এই ভারতীয় অ্যাথলিট। কিন্তু তাঁর সমস্যা হচ্ছে ভিসা নিয়ে।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪ জন ভারতীয় জ্যাভলিন থ্রো ইভেন্টে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। নীরজ ও কিশোর ছাড়াও আছেন ডি পি মনু ও রোহিত যাদব। কিন্তু এই প্রতিযোগিতায় যোগ দিতে পারছেন না রোহিত। সম্প্রতি তাঁর কনুইয়ে অস্ত্রোপচার হয়েছে। ভারতীয় অ্যাথলিটরা ইতিমধ্যেই বুদাপেস্টে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন। শুধু কিশোর ও মনুর পক্ষেই এখনও বুদাপেস্টে পৌঁছনো সম্ভব হয়নি। এ বছরের জুনে ন্যাশনাল ইন্টার-স্টেট চ্যাম্পিয়নশিপে রুপো পান কিশোর। তারপর শ্রীলঙ্কায় সোনা জেতেন। ফলে তাঁর উপর আশা তৈরি হয়েছে। কিন্তু ভিসা সমস্যায় যদি বুদাপেস্ট যেতেই না পারেন, তাহলে পদক জেতার আশাই থাকবে না। এই কারণেই কিশোরকে সাহায্য করার জন্য বিদেশমন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন নীরজ।
আরও পড়ুন-
বাবার মাথায় আনাজের বস্তার বোঝা, মেয়ে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সেরা
PV Sindhu: র্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু