পেশাদার টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন সানিয়া মির্জা। আগামী মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপই হতে চলেছে তাঁর শেষ প্রতিযোগিতা।
ডব্লুটিএ ১০০০ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পরেই পেশাদার টেনিসকে বিদায় জানাচ্ছেন ভারতের টেনিস আইকন সানিয়া মির্জা। গত বছরই তিনি অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয়। না খেলেই কোর্ট থেকে সরে যেতে রাজি ছিলেন না হায়দরাবাদের টেনিস-সুন্দরী। সেই কারণেই চোট সারিয়ে ফিট হয়ে উঠে শেষ প্রতিযোগিতা খেলেই তিনি অবসর নিচ্ছেন। ডব্লটিএ ট্যুরসের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ‘আমি ডব্লুটিএ ফাইনালসের পরেই অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। কারণ, আমাদের ডব্লুটিএ ফাইনালসে ওঠার আশা ছিল। কিন্তু ইউএস ওপেনের ঠিক আগে আমার ডান কনুইয়ের টেন্ডন ছিঁড়ে যায়। তার ফলে আমি আর কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারিনি। আমি যেরকম প্রকৃতির মানুষ, তাতে নিজের ইচ্ছাতেই সবকিছু করতে চাই। সেই কারণেই চোটের ফলে বাধ্য হয়ে অবসর নিতে চাইনি। চোট সারিয়ে কোর্টে ফিরে তবেই অবসর নেব।’
কেরিয়ারের শুরুতে সিঙ্গলস খেললেও, পরে শুধু ডাবলস ও মিক্সড-ডাবলস খেলা শুরু করেন সানিয়া। তিনি ৬ বার ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। একসময় ডাবলসে বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন সানিয়া। তিনি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন। ২০১৬ সালে ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন হায়দরাবাদের এই টেনিস তারকা। টেনিস থেকে অবসর নেওয়ার আগে ফের গ্র্যান্ড স্ল্যাম জেতাই তাঁর লক্ষ্য। এবারের অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে। সানিয়ার এখন বয়স ৩৬ বছর। পেশাদার টেনিসে খুব কম খেলোয়াড়ই এই বয়সে খেলা চালিয়ে যেতে পারেন। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া।
এই টেনিস তারকা জানিয়েছেন, ‘আমার বয়স এখন ৩৬ বছর। আমার শরীরে বয়সের প্রভাব পড়ছে। আমি মানসিক জোরও আর আগের মতো নেই। আমার পক্ষে আর বেশিদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি ২০০৩ থেকে পেশাদার টেনিস খেলছি। বয়সের সঙ্গে সঙ্গে আমি কোন বিষয়ের উপর বেশি জোর দেব, সেটা বদলেছে। আমি এখন আর শরীরের উপর খুব বেশি চাপ দিতে চাই না।’
১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। কাজাকস্তানের অ্যানা ড্যানিলার সঙ্গে জুটি বেঁধে মহিলাদের ডাবলেস খেলবেন সানিয়া। ভালো পারফরম্যান্সের লক্ষ্যেই নিজের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামছেন তিনি। এরপর আগামী মাসে দুবাইয়ে খেলে খেলোয়াড় হিসেবে কোর্টকে বিদায় জানাবেন তিনি।
আরও পড়ুন-
ফিলিপিন্সে বাড়িতে ঢুকে পাঞ্জাবের কবাডি কোচকে গুলি করে খুন, তদন্তে পুলিশ
নতুন বছরে খোশমেজাজে পিভি সিন্ধু, ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করলেন এই শাটলার
ক্যান্সারে আক্রান্ত টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা, নিউ ইয়র্কে হবে চিকিৎসা