মন কি বাত: ভারতের মেয়েরা ইতিহাস গড়েছে, দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাস মোদীর

Published : Dec 28, 2025, 05:26 PM ISTUpdated : Dec 28, 2025, 05:55 PM IST
PM Modi Women Blind Cricket Team

সংক্ষিপ্ত

Mann Ki Baat: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) বেতার অনুষ্ঠান 'মন কি বাত' ছিল। এই অনুষ্ঠানে ক্রীড়াবিদদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ জয়ের কথা উল্লেখ করেছেন তিনি।

DID YOU KNOW ?
দৃষ্টিহীন মহিলা বিশ্বকাপ
প্রথমবার দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ক্রিকেটারদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Prime Minister Narendra Modi: রবিবার বেতার অনুষ্ঠান 'মন কি বাত'-এ (Mann Ki Baat) ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, '২০২৫ ক্রীড়াক্ষেত্রে স্মরণীয় বছর ছিল। আমাদের পুরুষদের ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (2025 ICC Champions Trophy) জিতেছে। মহিলাদের ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জিতেছে। ভারতের মেয়েরা দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Women's T20 World Cup Cricket for the Blind 2025) জিতে ইতিহাস গড়েছে।' রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত'-এর ১২৯-তম পর্ব ছিল। সেই অনুষ্ঠানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ক্রিকেটের কথাও উল্লেখ করেন তিনি। পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেছে। মহিলাদের ক্রিকেট দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) জিতেছে। দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট দল এই বিভাগে প্রথমবার আয়োজিত টি-২০ বিশ্বকাপ জিতেছে। বছরের শেষে এই সাফল্যের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।

দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের নজির

ভারতের পুরুষদের দৃষ্টিহীন ক্রিকেট দল অতীতে বিশ্বকাপ জিতেছে। কিন্তু এতদিন দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হয়নি। এবারই প্রথম সেই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ভারতীয় দল প্রথমবারেই চ্যাম্পিয়ন হল। নিকি প্রসাদের নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমনন্ত্রী। রবিবার সেই ক্রিকেটারদেরই প্রশংসা করলেন তিনি।

প্যারা-অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভারতের প্যারা-অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এ বছর নয়াদিল্লিতে (New Delhi) আয়োজিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (2025 World Para Athletics Championships) ২২টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ৬টি সোনা, ৯টি রুপো ও ৭টি ব্রোঞ্জ রয়েছে। পদক তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। সুমিত আন্টিল (Sumit Antil), দীপ্তি জীবনজি (Deepthi Jeevanji), শৈলেশ কুমাররা (Shailesh Kumar) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের প্যারা অ্যাথলিট এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি পদক জিতে প্যারা-অ্যাথলিটরা প্রমাণ করে দিয়েছেন, কোনও বাধাই দৃঢ়ৃপ্রতিজ্ঞ মানসিকতাকে থামাতে পারে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২২ পদক ভারতের।
এবার নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬ সোনা-সহ ২২ পদক জিতেছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Cricket Team: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন কোচ ভিভিএস লক্ষ্মণ? বড় আপডেট দিল বিসিসিআই
Football Year 2025: পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়! কেমন গেল ২০২৫? মেসি-রোনাল্ডোর ঝলক