Neeraj Chopra: অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ২৮ জনের দল ভারতের, নেতৃত্বে নীরজ

টোকিও অলিম্পিক্সে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ভারতকে সোনা এনে দেন নীরজ চোপড়া। এবারও জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের লক্ষ্যেই প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন নীরজ।

এবারের অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ২৮ জনের দল পাঠাচ্ছে ভারত। শুক্রবার দল ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। গত অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী নীরজ চোপড়া ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স দলের প্রধান মুখ। তিনি টোকিও অলিম্পিক্সের মতোই প্যারিস অলিম্পিক্সেও সোনা জিতবেন বলে আশায় ক্রীড়ামহল। ২৬ বছরের নীরজ সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রথমে জানা যায়, কুঁচকির চোটের জন্যই ডায়মন্ড লিগে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। যদিও তিনি পরে জানিয়েছেন, প্যারিস ডায়মন্ড লিগে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। ডায়মন্ড লিগে যোগ না দিলেও, অলিম্পিক্সের জন্য ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন নীরজ। তিনি জ্যাভলিন থ্রোয়ে ৯০ মিটারের গণ্ডি স্পর্শ করে অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন।

অ্যাথলেটিক্সে একাধিক পদকের আশায় ভারত

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ভারতের পুরুষদের দলে আছেন- অবিনাশ সাবলে (৩,০০০ মিটার স্টিপলচেজ), নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো), কিশোর কুমার জেনা (জ্যাভলিন থ্রো), তাজিন্দারপাল সিং তুর (শট পাট), প্রবীণ চিত্রাভেল (ট্রিপল জাম্প), আবদুল্লা আবুবকর (ট্রিপল জাম্প), অক্ষদীপ সিং (২০ কিলোমিটার রেস ওয়াক), বিকাশ সিং (২০ কিলোমিটার রেস ওয়াক), পরমজিৎ সিং বিস্ত (২০ কিলোমিটার রেস ওয়াক), মহম্মদ আনাস (৪×৪০০ মিটার রিলে রেস), মহম্মদ আজমল (৪×৪০০ মিটার রিলে রেস), অ্যামজ জ্যাকব (৪×৪০০ মিটার রিলে রেস), সন্তোষ তামিলাসরন (৪×৪০০ মিটার রিলে রেস), রাজেশ রমেশ (৪×৪০০ মিটার রিলে রেস), মিজো চাকো কুরিয়ান (৪×৪০০ মিটার রিলে রেস), সুরজ পানোয়ার (রেস ওয়াক মিক্সড ম্যারাথন), সর্বেশ অনিল কুশারি (হাই জাম্প)। মহিলাদের দলে আছেন- কিরণ পাহাল (৪০০ মিটার), পারুল চৌধুরী (৩,০০০ মিটার স্টিপলচেজ ও ৫,০০০ মিটার), জ্যোতি ইয়াররাজি (১০০ মিটার হার্ডলস), অন্নু রানি (জ্যাভলিন থ্রো), আভা খাটুয়া (শট পাট), জ্যোতিকা শ্রী ডান্ডি (৪×৪০০ মিটার রিলে রেস), শুভা ভেঙ্কটেশন (৪×৪০০ মিটার রিলে রেস), বিথ্যা রামরাজ (৪×৪০০ মিটার রিলে রেস), পুভাম্মা এম আর (৪×৪০০ মিটার রিলে রেস), প্রাচী (৪×৪০০ মিটার রিলে রেস), প্রিয়াঙ্কা গোস্বামী (২০ কিলোমিটার রেস ওয়াক, রেস ওয়াক মিক্সড ম্যারাথন)।

জ্যাভলিন থ্রোয়ে একাধিক পদক পাবে ভারত?

গত এশিয়ান গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখান নীরজ ও কিশোর। এবারের অলিম্পিক্সে নীরজের পাশাপাশি কিশোরও পদক জিতবেন বলে আশায় ক্রীড়ামহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Neeraj Chopra: প্যারিস ডায়মন্ড লিগে যোগ দিচ্ছেন না, অলিম্পিক্সের আগে নীরজ চোপড়ার চোট নিয়ে উদ্বেগ

World Athletics Ultimate Championship: ২০২৬ সালে শুরু হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপ, উদ্বোধন বুদাপেস্টে

৬ সোনা-সহ ২৭ পদক, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দীর্ঘদিন ধরে ব্যাংকে ঝুলছে তালা! সমস্যার মুখে গ্রাহকরা, চাঞ্চল্য South 24 Pargana-এ | Gosaba News
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'আমাদের ১ কোম্পানি ঢুকলেই ওরা পালানোর পথ পাবে না' | Suvendu Adhikari | #shorts | #bjp |
স্যালাইন কাণ্ডে কার নাম নিলেন! | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed