সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্স শুরু হতে আর ৪ সপ্তাহও বাকি নেই। এবারের অলিম্পিক্সেও ভারতের প্রধান ভরসা নীরজ চোপড়া। এই অ্যাথলিট ফের সোনা জিতবেন বলে আশায় সারা দেশ।

প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার ঠিক আগে নীরজ চোপড়ার চোট নিয়ে ভারতীয় ক্রীড়ামহলে হঠাৎই উদ্বেগ তৈরি হয়েছে। কুঁচকির চোটে ভুগছেন নীরজ। অলিম্পিক্সের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে প্যারিস ডায়মন্ড লিগে যোগ দিচ্ছেন। কুঁচকির চোটের জন্য পা ঠিকমতো নাড়াতে পারছেন না নীরজ। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। অলিম্পিক্সের আগে ১০০ শতাংশ শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার লক্ষ্যেই প্যারিস ডায়মন্ড লিগ এড়িয়ে যাচ্ছেন নীরজ। অলিম্পিক্সে সোনা জিততে হলে ৯০ মিটারের কাছাকাছি জ্যাভলিন থ্রো করতেই হবে। এই কারণে শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নীরজ। তিনি আপাতত অনুশীলন বা প্রতিযোগিতায় যোগ দেওয়ার বদলে সুস্থ হয়ে ওঠার উপরেই জোর দিচ্ছেন। অলিম্পিক্সে সোনা জেতার জন্য যা করণীয়, সেটাই করতে চাইছেন নীরজ।

অলিম্পিক্সের আগে সুস্থ হয়ে উঠবেন নীরজ?

প্যারিস ডায়মন্ড লিগ এড়িয়ে যাওয়া প্রসঙ্গে অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী নীরজ জানিয়েছেন, ‘আমি যখন জ্যাভলিন থ্রো করতে যাচ্ছি, তখন কুঁচকির চোটের জন্য পায়ে টান ধরছে। আমার যে পায়ে চোট, সেই পায়ের শক্তি বাড়াতে হবে। কুঁচকির চোট কীভাবে সারানো যায়, সেই উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। পায়ের উপর যাতে বেশি চান না পড়ে, সেদিকে নজর দিচ্ছি। প্যারিস অলিম্পিক্সের পর আমি চিকিৎসকদের পরামর্শ নেব।’

সুস্থ থাকাই নীরজের প্রধান লক্ষ্য

নীরজ জানিয়েছেন, ‘আমার যখন অভিজ্ঞতা কম ছিল, তখন সব প্রতিযোগিতাতেই যোগ দিতে চাইতাম। কিন্তু এখন আমি স্বাস্থ্যের উপরেই সবচেয়ে বেশি জোর দিই। আমার সামান্যতম অস্বস্তি হলেও থেমে যাই। আমি আরও অনেক প্রতিযোগিতায় যোগ দিতে পারতাম। সেই অনুযায়ী পরিকল্পনাও ছিল। কিন্তু আমি সেটা করিনি। আমি এখন থামতে শিখে গিয়েছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Neeraj Chopra: ডি পি মনুর দুরন্ত লড়াই সত্ত্বেও ফেডারেশন কাপে সোনা জয় নীরজ চোপড়ার

Neeraj Chopra: 'রতন টাটা সত্যিকারের প্রেরণা,' দেখা করতে পেরে আপ্লুত নীরজ চোপড়া

Asian Games 2023: কিশোর জেনার সঙ্গে তীব্র লড়াই, ফের এশিয়াডে সোনা নীরজ চোপড়ার