আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ, অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হার সাত্বিক-চিরাগের

Published : Aug 01, 2024, 06:59 PM ISTUpdated : Aug 01, 2024, 08:32 PM IST
Chirag Shetty Satwiksairaj Rankireddy

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে একাধিক পদকের আশায় ভারত। কিন্তু ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে পদক জয়ের আশা শেষ হয়ে গেল।

প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি এশিয়ান গেমসে সোনা জেতার পর অলিম্পিক্সেও পদক জয়ের অন্যতম দাবিদার ছিল। কিন্তু বৃহস্পতিবার মালয়েশিয়ার অ্যারন চিয়া-উই ইক সোহ জুটির কাছে হেরে গেলেন সাত্বিক-চিরাগ। তাঁরা ম্যাচের শুরুটা দারুণভাবে করেছিলেন। কিন্তু প্রথম গেমে জেতার পরেও হেরে গেল ভারতীয় জুটি। ১ ঘণ্টা ৪ মিনিট লড়াইয়ের পর সাত্বিক-চিরাগ জুটির বিপক্ষে ম্যাচের ফল ২১-১৩, ১৪-২১, ১৬-২১। এই ম্যাচ জিতলেই পদক জয়ের একেবারে কাছে পৌঁছে যেতেন সাত্বিক-চিরাগ। কিন্তু তাঁরা পদক জয়ের সুযোগ হারালেন।

ভুলের খেসারত দিলেন সাত্বিক-চিরাগ

ফেভারিট হিসেবেই বৃহস্পতিবার খেলতে নেমেছিল ভারতীয় জুটি। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক স্তরে ধারবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সাত্বিক-চিরাগ। কিন্তু অলিম্পিক্সে সেই দাপট বজায় রাখতে পারল না এই জুটি। মালয়েশিয়ার জুটির বিরুদ্ধে অসংখ্য ভুল করলেন সাত্বিক-চিরাগ। প্রথম গেমে সহজ জয় পাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় গেমে ছন্দ হারায় ভারতীয় জুটি। এরই সুযোগ নিয়ে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল মালয়েশিয়ার জুটি।

আত্মতুষ্টির ফলে হার সাত্বিক-চিরাগের?

অ্যারন-সোহ জুটির বিরুদ্ধে প্রথম ৮ সাক্ষাৎকারেই হেরে যান সাত্বিক-চিরাগ। কিন্তু গত বছর তাঁরা ঘুরে দাঁড়ান। মালয়েশিয়ার এই জুটির বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচের আগে শেষ ৩ সাক্ষাৎকারে স্ট্রেট গেমে জয় পায় ভারতীয় জুটি। বৃহস্পতিবারও ম্যাচের শুরুটা চ্যাম্পিয়নের মতোই করেন সাত্বিক-চিরাগ। কিন্তু এরপর আর তাঁদের পক্ষে কিছু করা সম্ভব হল না। প্রথম গেমে সহজ জয় পাওয়ার পর হয়তো কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়েছিল ভারতীয় জুটি। দ্বিতীয় গেমে হারের পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের রক্ষণে গাফিলতি, পুরুষদের হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হার ভারতের

পদক জয়ের স্বপ্ন শেষ, প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে স্বপ্নিল কুশালের ইতিহাস, তৃতীয় পদক ভারতের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?