সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সে ভারতের কোনও বক্সারই চূড়ান্ত সাফল্য পেলেন না। এবারের অলিম্পিক্সে বক্সিং থেকে পদক অধরাই থেকে গেল। বক্সারদের এই ব্যর্থতায় সারা দেশ হতাশ।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের আগেই থেমে গেলেন লাভলিনা বর্গোহাইন। রবিবার মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের লি কিয়ানের বিরুদ্ধে হেরে গেলেন লাভলিনা। তাঁর বিপক্ষে ফল ১-৪। প্রথম রাউন্ডে ২-৩ হেরে যান লাভলিনা। দ্বিতীয় রাউন্ডেও একই ফল হয়। এরপর নির্ণায়ক তৃতীয় রাউন্ডে ভালো পারফরম্যান্স দেখান। কিন্তু তিনি ব্যবধান কমানো সত্ত্বেও বেশিরভাগ বিচারক চিনা বক্সারের পক্ষে রায় দেন। ফলে খালি হাতেই বিদায় নিতে হল লাভলিনাকে। প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের সানিভা হফস্তাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান লাভলিনা। কিন্তু তাঁর পক্ষে চিনা বক্সারের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব হল না।
কোয়ার্টার ফাইনালে হার লাভলিনা, নিশান্তের
শনিবার পুরুষদের বক্সিংয়ের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে যান নিশান্ত দেব। এই ম্যাচ জিততে পারলেই তাঁর পদক জয় নিশ্চিত হয়ে যেত। কিন্তু পদকের এক ধাপ দূরেই থেমে গেলেন নিশান্ত। রবিবার লাভলিনাও কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন। ফলে নিশান্তের মতোই পদক জয়ের এক ধাপ আগে থেমে যেতে হল লাভলিনাকে। তাঁকে টেক্কা দিলেন অলিম্পিক্সে ২ বারের পদকজয়ী এবং প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চিনা বক্সার। শুরু থেকেই একের পর এক জোরালো পাঞ্চ করতে থাকেন কিয়ান। পাল্টা লড়াইয়র চেষ্টা করেন লাভলিনা। কিন্তু তাঁর পক্ষে জয় পাওয়া সম্ভব হল না। নিশান্ত, লাভলিনার পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে পদক জিততে পারলেন না অমিত পাংহাল, নিখাত জারিন, জেসমিন লাম্বোরিয়া, প্রীতি পাওয়ার। তাঁরা আগেই বিদায় নেন। ফলে প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে পদক জিততে পারল না ভারত।
কিয়ানের বিরুদ্ধে পিছিয়ে লাভলিনা
গত বছর এশিয়ান গেমসের ফাইনালে কিয়ানের কাছে হেরে যান লাভলিনা। তবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এই চিনা বক্সারকে হারিয়ে দেন। এরপর চেচিয়ায় প্রি-অলিম্পিক টুর্নামেন্ট এবং এবার অলিম্পিক্সে কিয়ানের কাছে হেরে গেলেন লাভলিনা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সেমি-ফাইনালে হার, প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জের লড়াইয়ে লক্ষ্য সেন
১০ জনে খেলেই ব্রিটিশ দর্প চুরমার করে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ভারতের পুরুষ হকি দল
নীরজ চোপড়া সোনা জিতলেই সবার জন্য বিনামূল্যে ভিসা, ঘোষণা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতির