তৃতীয় পদক জিতে নতুন ইতিহাস গড়তে পারবেন? শুক্রবার প্যারিস অলিম্পিক্সে ফের নজরে মনু ভাকের

Published : Aug 02, 2024, 01:13 AM ISTUpdated : Aug 02, 2024, 01:08 PM IST
Manu Bhaker

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে ভারতের সফলতম ক্রীড়াবিদ মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জেতার পর নতুন নজির গড়ার লক্ষ্যে এই শ্যুটার।

চলতি প্যারিস অলিম্পিক্সে শুক্রবারই ভারতের ব্যস্ততম দিন হতে চলেছে। পদক জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবেন ভারতের শ্যুটার, তিরন্দাজ, ব্যাডমিন্টন, ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলোয়াড়রা। ঐতিহাসিক তৃতীয় পদক জয়ের লক্ষ্যে শ্যুটার মনু ভাকের। তিনি ফের প্রিয় ইভেন্ট ২৫ মিটার এয়ার পিস্তলে পদক জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবেন। ভারতের কোনও খেলোয়াড় এখনও পর্যন্ত একই অলিম্পিক্সে ৩ বার পদক জিততে পারেননি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে মনু। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে এখনও পর্যন্ত পদক জিততে পারেনি ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন লক্ষ্য সেন। এই ম্যাচে জয় পেলে পদকের দিকে এগিয়ে যাবেন লক্ষ্য। তাঁর প্রতিপক্ষ চিনা তাইপেইয়ের চোউ তিয়েন চেন। এই শাটলারের বিরুদ্ধে লক্ষ্যর লড়াই সহজ হবে না। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তরুণ ভারতীয় শাটলার।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সাফল্য আসবে?

শুক্রবার শট পাট ইভেন্টে লড়াইয়ে নামবেন তাজিন্দর পাল সিং তুর। এই অ্যাথলিট এবারের অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে। জুডোয় লড়াইয়ে নামবেন তুলিকা মান। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সাফল্য পাননি তিরন্দাজ ধীরাজ বোম্মাদেভারা। তিনি শুক্রবার তিরন্দাজির মিক্স টিম ইভেন্টে লড়াইয়ে নামছেন। এবার ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ধীরাজ।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একাধিক পদকের আশায় অঞ্জু ববি জর্জ

প্যারিস অলিম্পিক্সে ভারতের পুরুষদের ৪×৪০০ মিটার রিলে দল পদক জিতবে বলে আশাবাদী অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ। জ্যাভলিন থ্রোয়ে কিশোর জেনাও পদক জিততে পারেন বলে আশাবাদী অঞ্জু। তিনি স্টিপলচেজে অবিনাশ সাবলের উপরেও ভরসা করছেন। জ্যাভলিন থ্রোয়ে ফের সোনা জয়ের লক্ষ্যে নীরজ চোপড়া। তাঁর উপর ভরসা করছে সারা দেশ। অঞ্জুও আশাবাদী, ফের সোনা জিতবেন নীরজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রণয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয়, প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন

আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ, অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হার সাত্বিক-চিরাগের

পদক জয়ের স্বপ্ন শেষ, প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে