Paris Olympics 2024: টোকিওতে নাদিমকে টেক্কা দিয়ে সোনা নীরজের, এবারের অলিম্পিক্সে পাকিস্তানের চেয়ে কতটা এগিয়ে ভারত?

Published : Jul 12, 2024, 03:25 PM ISTUpdated : Jul 12, 2024, 03:43 PM IST
Neeraj Chopra

সংক্ষিপ্ত

সবদিক থেকেই প্রতিবেশী দেশ পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে ভারত। অর্থনীতি, কূটনীতি, সামাজিক অবস্থা, খেলা, সবেতেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। অলিম্পিক্সে পদকের তালিকাতেও পাকিস্তানকে অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।

ভারত যখন অলিম্পিক্সের ইতিহাসে নিজেদের সেরা সাফল্যের লক্ষ্যে প্যারিসে বিশাল দল পাঠাচ্ছে, তখন পদকের খরা কাটবে কি না সেই চিন্তায় পাকিস্তান। ১৯৯২ সালের অলিম্পিক্সে শেষবার পদক পেয়েছিল পাকিস্তান। তারপর ৩২ বছর ধরে শূন্য হাতেই ফিরতে হয়েছে পাকিস্তানি অ্যাথলিটদের। প্যারিসেও পদকের খরা কাটার সম্ভাবনা কম। এবারের অলিম্পিক্সে পদকের জন্য অ্যাথলিট আরশাদ নাদিমের দিকে তাকিয়ে পাকিস্তান। নাদিমের সঙ্গে টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার জোর টক্কর হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও নীরজকে টেক্কা দিতে পারেননি নাদিম। সোনা জেতেন নীরজ। হতাশ হয়েই ফিরতে হয় নাদিমকে। এবারও সোনা জয়ের লক্ষ্যেই অলিম্পিক্সে যোগ দিচ্ছেন নীরজ। ফলে নাদিমের কাজ অত্যন্ত কঠিন।

অলিম্পিক্সে পদক সংখ্যায় পাকিস্তানের চেয়ে কতটা এগিয়ে ভারত?

অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত মোট ৩৫টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ১০টি সোনা, ৯টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ রয়েছে। ১০টি সোনার মধ্যে ৮টিই এসেছে পুরুষদের হকিতে। ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন শ্যুটার অভিনব বিন্দ্রা ও অ্যাথলিট নীরজ। অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে পরপর ২ বার সোনা জিতে অভিনবকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে নীরজ। সেখানে পাকিস্তান এখনও পর্যন্ত অলিম্পিক্সে মাত্র ১০টি পদক জিতেছে। এর মধ্যে ৩টি করে সোনা ও রুপো এবং ৪টি ব্রোঞ্জ আছে। ফলে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তান। এবারও পাকিস্তানি অ্যাথলিটদের ভালো ফলের আশা নেই।

প্যারিস অলিম্পিক্সে টোকিওর চেয়ে ভালো ফলের আশায় ভারত

টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক জিতেছিল ভারত। এবার অন্তত ১০টি পদকের আশায় দেশ। ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে প্রধান ভরসা নীরজ। এছাড়া পুরুষ ও মহিলাদের ব্যাডমিন্টন, মহিলাদের বক্সিং, কুস্তি, শ্যুটিং, পুরুষদের হকিতে পদকের আশায় ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Olympics 2024: অলিম্পিক্সে সোনা জিতবেন, আত্মবিশ্বাসী লাভলিনা বর্গোহাইন

Olympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন রোহন বোপান্না-শ্রীরাম বালাজির

Olympic Games Paris 2024: প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিক্সে নিশান্ত দেব

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি