সংক্ষিপ্ত

গত কয়েক বছরে আন্তর্জাতিক স্তরে ভারতীয় বক্সারদের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন লাভলিনা বর্গোহাইন। এবারের অলিম্পিক্সেও সাফল্য পেতে মরিয়া এই বক্সার।

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন। তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়শিপে সাফল্য পেয়েছেন। এবার প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে ভারতের অন্যতম সফল বক্সার লাভলিনা বর্গোহাইন। অলিম্পিক্সের প্রস্তুতি সম্পর্কে এই বক্সার বলেছেন, ‘অলিম্পিক্স এগিয়ে আসছে। এখন প্রতিদিন, প্রতিবারের অনুশীলন গুরুত্বপূর্ণ। লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যপূরণের জন্য চেষ্টা করে যাওয়া আমাকে অনুপ্রাণিত করে। আমার যাতে সবচেয়ে বেশি লাভ হয়, তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করছি। প্রতিদিন যাতে সোনা জয়ের লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই করে যাচ্ছি।’ ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আশা, লাভলিনার লক্ষ্যপূরণ হবে।

শৃঙ্খলার উপর জোর দিচ্ছেন লাভলিনা

উঠতি ক্রীড়াবিদদের জন্য লাভলিনার পরামর্শ হল, ‘সাফল্য পেতে হলে শৃঙ্খলা, নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকা এবং আত্মত্যাগ জরুরি। এই যাত্রাপথে অনেক চ্যালেঞ্জ থাকে। চোটও অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। বাধা-বিপত্তি সত্ত্বেও নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সব বাধা পেরিয়ে যেতে পারলে তবেই চ্যাম্পিয়ন হওয়া যায়।’

বিভাগ বদলে প্যারিসে লড়াইয়ে নামছেন লাভলিনা

অতীতে ওয়েল্টারওয়েট (৬৯ কেজি) বিভাগে লড়াই করতেন লাভলিনা। এই বিভাগে তিনি সাফল্য পেয়েছেন। তবে এখন মিডলওয়েট (৭৫ কেজি) বিভাগে লড়াই করেন এই বক্সার। প্যারিস অলিম্পিক্সেও ৭৫ কেজি বিভাগেই লড়াই করবেন লাভলিনা। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি ধারাবাহিকভাবে ব্রোঞ্জ জিতছিলাম। কিন্তু ৭৫ কেজি বিভাগে লড়াই শুরু করার পর থেকে চমকপ্রদ উন্নতি হচ্ছে। শুরুতে ওজন বাড়ানো নিয়ে কিছুটা অস্বস্তি ছিল। কিন্তু এতে আমার লাভই হয়েছে। আমি পরপর ৪ প্রতিযোগিতা জাতীয় গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছি। এই সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই কারণেই অলিম্পিক্সে সোনার লক্ষ্যে এগিয়ে যেতে পারছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আসন্ন প্যারিস অলিম্পিকে কে হবেন ভারতের ‘শেফ-ডি-মিশন’? জানিয়ে দিল অলিম্পিক অ্যাসোসিয়েশন

Vinesh Phogat: স্প্যানিশ গ্র্যাঁ প্রি-তে সোনা, অলিম্পিক্সের জন্য তৈরি ভিনেশ ফোগট

Wimbledon 2024: দ্বিতীয় রাউন্ডেই হার রোহন বোপান্নার, উইম্বলডনে ভারতীয়দের লড়াই শেষ