সংক্ষিপ্ত
রবিবার মনু ভাকের পদক জেতার পর সোমবার ফের শ্য়ুটিংয়ে পদকের আশায় ছিল সারা দেশ। কিন্তু এদিন ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না শ্যুটার রমিতা জিন্দল।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে ৭ নম্বরে শেষ করলেন রমিতা জিন্দল। সোমবার শুরুতে ৪ নম্বরে থাকলেও, পরে পিছিয়ে পড়েন রমিতা। ৭ নম্বর থেকে আর উপরের দিকে যেতে পারলেন না তিনি। প্রথম এলিমিনেটরে নরওয়ের জেনিট হেগ ডেস্টাডকে ছিটকে দিয়ে টিকে থাকতে সক্ষম হলেও, পরের এলিমিনেটরে কাজাকস্তানের আলেকজান্দ্রা লে-র সঙ্গে পাল্লা দিতে পারলেন না রমিতা। তাঁর চেয়ে পিছিয়ে ছিলেন আলেকজান্দ্রা। কিন্তু তিনি প্রথম শটে টাই করেন। এরপর দ্বিতীয় শটে রমিতাকে পিছনে ফেলে দেন কাজাকস্তানের শ্যুটার। ফলে হতাশ হয়েই বিদায় নিতে হল রমিতাকে। তিনি ১৪৫.৩ পয়েন্ট নিয়ে ছিটকে গেলেন।
সোনা জিতল দক্ষিণ কোরিয়া
শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও, পরে ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার ১৬ বছর বয়সি বান হিয়োজিন। তিনি ২৫১.৮ পয়েন্ট নিয়ে সোনা জিতলেন। চিনের শ্যুটার হুয়াং ইউটিংও ২৫১.৮ পয়েন্ট পান। কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে অনেক এগিয়ে থাকার সুবাদে সোনা পেলেন হিয়োজিন। রুপো পেলেন চিনা শ্যুটার। ব্রোঞ্জ জিতলেন সুইৎজারল্যান্ডের অড্রি গগনিয়াত। তিন ২৩০.৩ পয়েন্ট পান।
রমিতার হতাশাজনক পারফরম্যান্স
সারা দেশের আশা ছিল, সোমবার পদক জিতবেন রমিতা। কিন্তু মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে যে ৮ জন শ্যুটার ছিলেন, তাঁরা প্রত্যেকেই শক্তিশালী। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিশেষ লড়াই করতে পারলেন না রমিতা। সব শ্যুটারের ১০টি করে শটের পর শুরু হয় এলিমিনেশন। সেই সময় রমিতার পয়েন্ট ছিল ১০৪.০। প্রথম এলিমিনেশন শটে ১০.৫ পয়েন্ট নেন রমিতা। ফলে তিনি ৬ নম্বরে উঠে আসেন। ছিটকে যান জেনিট। কিন্তু পরের এলিমিনেটরে আর ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না রমিতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'কর্ম করে যাও, ফলের আশা কোরো না,' অলিম্পিক্সে পদক জিতে গীতার উদ্ধৃতি মনু ভাকেরের
অলিম্পিক্সে শ্যুটিংয়ে প্রথম ভারতীয় মহিলার পদক, মনু ভাকেরকে ফোন করে অভিনন্দন প্রধানমন্ত্রীর
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের