পুরুষদের ব্যাডমিন্টনে জমজমাট লড়াই, প্রি-কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর মুখোমুখি প্রণয়

Published : Aug 01, 2024, 12:44 AM ISTUpdated : Aug 01, 2024, 01:11 AM IST
Badminton, HS Prannoy

সংক্ষিপ্ত

লন্ডন, রিও, টোকিও অলিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টনে পদক পেয়েছে ভারত। এবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনেও সিঙ্গলস, ডাবলসে পদক জিততে পারে ভারত।

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে অন্তত একজন ভারতীয়র কোয়ার্টারে ফাইনালে খেলা নিশ্চিত। বুধবার লক্ষ্য সেনের পর প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন এইচ এস প্রণয়ও। প্রি-কোয়ার্টার ফাইনালে এই দুই ভারতীয় শাটলার মুখোমুখি হচ্ছেন। বুধবার রাতে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ভিয়েতনামের ডাক ফাত লে-র বিরুদ্ধে ৩ গেমের লড়াইয়ে জয় পেয়েছেন প্রণয়। প্রথম গেমে হেরে যাওয়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় ছিনিয়ে নেন এই ভারতীয় শাটলার। প্রণয়ের পক্ষে ম্যাচের ফল ১৬-২১, ২১-১১, ২১-১২। এর আগে ইন্দোনেশিয়ার জোনাতান ক্রিস্টিকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেন লক্ষ্য। তাঁরা প্রি-কোয়ার্টার ফাইনালে অন্য দেশের খেলোয়াড়দের মুখোমুখি হলে ভারতেরই লাভ হত। সেক্ষেত্রে এই দুই খেলোয়াড়েরই পদক জয়ের আশা থাকত। কিন্তু এখন প্রণয় ও লক্ষ্যর মধ্যে যে কোনও একজন খেলোয়াড় পদক জিততে পারেন।

গ্রুপ কে-র শীর্ষে প্রণয়

প্যারিস অলিম্পিক্সের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা। গ্রুপ কে-র শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন প্রণয়। ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ভারতীয় শাটলার। তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান প্রণয়। এই গেমে তিনি সহজ জয় পান। এরপর তৃতীয় গেমেও দাপট দেখিয়ে জয় পান প্রণয়। তিনি ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে জয় পান।

চতুর্থ ভারতীয় হিসেবে গ্রুপের শীর্ষে প্রণয়

প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শাটলারদের মধ্যে গ্রুপের শীর্ষে থাকেন লক্ষ্য, পি ভি সিন্ধু ও পুরুষদের ডাবলসের জুটি সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি। এবার প্রণয়ও গ্রুপের শীর্ষে থাকলেন। অলিম্পিক্সে টানা তৃতীয়বার পদকের লক্ষ্যে সিন্ধু। এবার পুরুষদের সিঙ্গলস, ডাবলসেও পদক আসতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে, পরপর ২ বার অলিম্পিক্স পদক জয় থেকে এক ধাপ দূরে লাভলিনা

লড়াই করেও হার, ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় মানিকা বাত্রার

বৃহস্পতিবার শুরু ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, কবে লড়াইয়ে নামছেন নীরজ চোপড়া?

PREV
click me!

Recommended Stories

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
India vs South Africa T20: বারাবটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের টিকিট কাটা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা!