সংক্ষিপ্ত
পাকিস্তানের ক্রিকেটাররা যখন প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে আর্শাদ নাদিমের সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তখন নীরজ চোপড়ার জন্য গলা ফাটাচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া সোনা জিততে পারলেই কোনও একজন অনুরাগীকে আর্থিক পুরস্কার দেবেন ঋষভ পন্থ। 'এক্স' হ্যান্ডলে এই ক্রিকেটার লিখেছেন, ‘নীরজ চোপড়া যদি সোনার পদক জিততে পারে, তাহলে আমি লাকি উইনারকে ১০০০৮৯ টাকা দেব। যাঁরা এই ট্যুইট লাইক করবেন এবং সবচেয়ে বেশি মন্তব্য করবেন, তাঁদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। এছাড়া আরও ১০ জনকে উড়ানের টিকিট দেওয়া হবে। ভারত থেকে এবং বিশ্বের যে কোনও জায়গা থেকে ভারতকে সমর্থন করুন।’ ঋষভের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। হাজার হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ট্যুইট লাইক করছেন এবং মন্তব্য করছেন।
অ্যাথলিটদের পাশে থাকার বার্তা ঋষভের
'এক্স' হ্যান্ডলে ঋষভ আরও লিখেছেন, ‘আমাদের অ্যাথলিটদের পাশে থাকা জরুরি। ওরা যে ফলই করুক না কেন, সবসময় ওদের পাশে থাকতে হবে। ওদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং প্যারিস অলিম্পিক্সে লড়াইয়ের প্রশংসা করা উচিত এবং ওদের এই লড়াই উদযাপন করা উচিত। আসুন, সারা বিশ্বকে ভারতীয় ক্রীড়ার অবিশ্বাস্য উন্মাদনা-আবেগ দেখিয়ে দিই।’
নীরজের দিকে তাকিয়ে সারা দেশ
টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন নীরজ। এবারও তিনি সোনা জিতবেন বলে আশায় সারা দেশ। কোয়ালিফায়ারে ভালো পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন নীরজ। বৃহস্পতিবার রাতে ফাইনালে ৯০ মিটারের বেশি থ্রো করাই তাঁর লক্ষ্য। এখনও পর্যন্ত ৯০ মিটার থ্রো করতে পারেননি এই অ্যাথলিট। প্যারিস অলিম্পিক্সে সোনা জিততে হলে সেরা পারফরম্যান্স দেখাতেই হবে নীরজকে। তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তাঁকে হারিয়েই সোনা জয়ের লক্ষ্যে নীরজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমি-ফাইনালে, পদক থেকে একধাপ দূরে আমন সেহরাওয়াত
আর্জি গ্রহণ করল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, রুপো পেতে পারেন ভিনেশ ফোগট
নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতবেন আর্শাদ নাদিম, হুঙ্কার বাবর আজমদের