কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমি-ফাইনালে, পদক থেকে একধাপ দূরে আমন সেহরাওয়াত

প্যারিস অলিম্পিক্সের ১৩-তম দিনেও ভারতের পদক সংখ্যা সেই ৩। তবে বৃহস্পতিবার একাধিক পদক পেতে পারে ভারত। পুরুষদের কুস্তিতেও পদকের আশা তৈরি হয়েছে।

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমি-ফাইনালে পৌঁছে গেলেন ভারতের আমন সেহরাওয়াত। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে আলবানিয়ার কুস্তিগীর আব্রাকভ জেলিমখানকে উড়িয়ে দিলেন আমন। তাঁর পক্ষে লড়াইয়ের ফল ১২-০। ২১ বছর বয়সি এই কুস্তিগীর পূর্ণ দাপট দেখিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেলেন। সেমি-ফাইনালে জয় পেলেই পদক নিশ্চিত করে ফেলবেন আমন। ফাইনালে ওঠার পথে তাঁর প্রতিপক্ষ জাপানের রেই হিগুচি। শীর্ষবাছাই জাপানি কুস্তিগীর কোয়ার্টার ফাইনালে পুয়ের্তো রিকোর দারিয়ান টই ক্রাজের বিরুদ্ধে জয় পেয়েছেন। ফলে জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে আমনের লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে। তবে লড়াই করে পদক জিততে তৈরি আমন। তিনি কোয়ার্টার ফাইনালে সহজ জয় পাওয়ায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে ভারতের একমাত্র ভরসা আমন

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের কোনও কুস্তিগীর পদক জিততে পারেননি। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেও, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গিয়েছেন ভিনেশ ফোগট। মহিলাদের ৫৩ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন অন্তিম পাংহাল। ফলে কুস্তিতে পদক জয়ের জন্য আমনের দিকে তাকিয়ে সারা দেশ। প্যারিস অলিম্পিক্সে ভারতের ৬ জন কুস্তিগীর যোগ দেন। তাঁদের মধ্যে একমাত্র আমনই পদক জিততে পারেন।

প্রি-কোয়ার্টার ফাইনালে হার অংশু মালিকের

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে মহিলাদের ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেন লুইজি মারুউলিসের কাছে হেরে গিয়েছেন ভারতের অংশু মালিক। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২-৭। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন হেলেন। তাঁর বিরুদ্ধে খুব বেশি লড়াই করতে পারেননি অংশু। হেলেন ফাইনালে পৌঁছলে রিপেচেজ রাউন্ডে লড়াই করার সুযোগ পাবেন অংশু। না হলে তিনি ছিটকে যাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নীরজ চোপড়া সোনা জিতলেই পুরস্কার দেবেন, অনুরাগীদের উদ্দেশ্যে ঘোষণা ঋষভ পন্থের

আর্জি গ্রহণ করল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, রুপো পেতে পারেন ভিনেশ ফোগট

নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতবেন আর্শাদ নাদিম, হুঙ্কার বাবর আজমদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
গভীর রাতে দুষ্কৃতিদের চরম তাণ্ডব গোসাবায়! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল গোটা এলাকা | Gosaba News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি