মরসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ পারুল চৌধুরী, ছিটকে গেলেন জেসউইন অলড্রিনও

Published : Aug 04, 2024, 07:07 PM ISTUpdated : Aug 04, 2024, 07:51 PM IST
World Athletics Championships, Parul Chaudhary

সংক্ষিপ্ত

অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে ভারতীয়দের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। নীরজ চোপড়া ছাড়া অন্য কোনও অ্যাথলিট এখনও পর্যন্ত সাফল্য পাননি।

রবিবার প্যারিস অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হতাশ করলেন ভারতের দুই অ্যাথলিট পারুল চৌধুরী ও জেসউইন অলড্রিন। মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজের কোয়ালিফিকেশনে মরসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারলেন না পারুল। রবিবার স্তাদ ডে ফ্রান্সে হিটে ৯:২৩.৩৯ সময় করেন এই অ্যাথলিট। তিনি অষ্টম স্থানে থাকেন। প্রথম পাঁচজন অ্যাথলিট ফাইনালের যোগ্যতা অর্জন করেন। ফলে ছিটকে যেতে হয় পারুলকে। পুরুষদের লং জাম্পের হিটে ৭.৬১ মিটার লাফিয়ে ১৩-তম স্থানে থাকেন জেসউইন। অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী, হিটের পারফরম্যান্স অনুযায়ী প্রথম ১২ জন অ্যাথলিট ফাইনালের যোগ্যতা অর্জন করেন। ৮.১৫ মিটার লাফাতে পারলে অবশ্য সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করা যায়। কিন্তু কোনওটাই করতে পারেননি জেসউইন। ফলে ছিটকে গেলেন এই অ্যাথলিট।

অলিম্পিক্সে ব্যর্থ জাতীয় রেকর্ড গড়া পারুল

২৯ বছর বয়সি পারুল মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়েছেন। ২০২৩ সালে হাঙ্গেেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৯:১৫.৩১ সময় করে জাতীয় রেকর্ড গড়েন পারুল। রবিবার প্যারিস অলিম্পিক্সে অবশ্য ব্যক্তিগত সেরা সময় করতে পারেননি এই অ্যাথলিট। তবে জাতীয় রেকর্ডের কাছাকাছি সময়ই নেন তিনি। কিন্তু সেটা অলিম্পিক্সের ফাইনালে পৌঁছনোর পক্ষে যথেষ্ট ছিল না। ৯:১০.৭৩ সময় করেন ইথিয়োপিয়ার লোমি মুলেতা। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী উগান্ডার অ্যাথলিট পেরুথ চেমুতাই ৯:১০.৫১ সময় করে হিটে সবার আগে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেন।

প্যারিস অলিম্পিক্সে জোড়া ইভেন্টে ব্যর্থ পারুল

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০০০ মিটার দৌড়েও প্রতিদ্বন্দ্বিতা করেন পারুল। কিন্তু তাঁর পক্ষে এই ইভেন্টেও ফাইনালে পৌঁছনো সম্ভব হয়নি। এই ইভেন্টেও মরসুমের ব্যক্তিগত সেরা সময় ১৫:১০.৬৮ করে ১৪-তম স্থানে থাকেন পারুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সেমি-ফাইনালে হার, প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জের লড়াইয়ে লক্ষ্য সেন

কোয়ার্টার ফাইনালে লাভলিনার বিদায়, প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে হতাশাজনক ফল ভারতের

১০ জনে খেলেই ব্রিটিশ দর্প চুরমার করে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ভারতের পুরুষ হকি দল

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত