সংক্ষিপ্ত

আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি প্যারিস অলিম্পিক্স। তবে তার আগেই কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। ভারতের মহিলা তিরন্দাজি দল পদকের লক্ষ্যে লড়াই শুরু করেছে।

র‍্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ স্থান পেয়ে সরাসরি প্যারিস অলিম্পিক্সে মহিলাদের তিরন্দাজির কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারত। বৃহস্পতিবার দুর্দান্ত লড়াই করে চতুর্থ স্থান পেলেন অঙ্কিতা ভকত, ভজন কউর ও দীপিকা কুমারী। প্রথম রাউন্ডে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভজন, দীপিকা। প্রথম রাউন্ডের পর ষষ্ঠ স্থানে ছিল ভারত। তবে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসে ভারত। ১১-তম স্থানে শেষ করলেন অঙ্কিতা। ভজন ও দীপিকা যথাক্রমে ২২ ও ২৩-তম স্থানে থাকেন। ভারতের মহিলা তিরন্দাজি দল ১৯৮৩ পয়েন্ট পেয়েছে। অঙ্কিতারা ২১ বার বুলসআই করেন এবং ৮৩ বার ১০ পয়েন্ট পান। ২০৪৬ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিং রাউন্ডের শীর্ষে থাকে কোরিয়ার মহিলা তিরন্দাজি দল। ১৯৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিন। ১৯৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেক্সিকো। এবার কোয়ার্টার ফাইনালে কোরিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।

ভারতের হয়ে সেরা পারফরম্যান্স অঙ্কিতার

বৃহস্পতিবার র‍্যাঙ্কিং রাউন্ডে ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন অঙ্কিতা। তিনি প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও অসাধারণ লড়াই করেন। শুরুতে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না দীপিকা। তবে দ্বিতীয় রাউন্ডে তিনি কিছুটা ভালো পারফরম্যান্স দেখান। কোয়ার্টার ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে হবে দীপিকাকে। কোরিয়ার বিরুদ্ধে জয় পেলেই পদকের কাছাকাছি পৌঁছে যাবে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের লড়াই সহজ হবে না। র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৯৪ পয়েন্ট নিয়ে সবার আগে কোরিয়ার লিম সিহিয়ন। তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। ফলে সেমি-ফাইনালে পৌঁছতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হবে দীপিকাদের।

রবিবার শুরু ফাইনাল রাউন্ড

প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজির ফাইনাল রাউন্ড শুরু হবে রবিবার। ৪ অগাস্ট পর্যন্ত চলবে পদক জয়ের লক্ষ্যে লড়াই। র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৬৬ পয়েন্ট পেয়েছেন অঙ্কিতা। ৬৫৯ পয়েন্ট পেয়েছেন ভজন। ৬৫৮ পয়েন্ট পেয়েছেন দীপিকা। কোয়ার্টার ফাইনালে তাঁদের আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: উদ্বোধনী অনুষ্ঠানের আগেই অলিম্পিক রিংয়ের সঙ্গে চাঁদের খেলা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Paris Olympics 2024: ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত নীতা আম্বানি

Olympics 2024: 'আমরা শ্রীজেশের জন্য পদক জিততে চাই,' বার্তা হরমনপ্রীতের