সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সে ভারতীয়দের ব্যর্থতা অব্যাহত। পুরুষদের ব্যাডমিন্টনে দুর্দান্ত লড়াই করেও ফাইনালে পৌঁছতে পারলেন না লক্ষ্য সেন। এই তরুণ শাটলারকে এবার ব্রোঞ্জের জন্য লড়াই করতে হবে।
প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টনের সেমি-ফাইনালে হেরে গেলেন লক্ষ্য সেন। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে হেরে গেলেন লক্ষ্য। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ২০-২২, ১৪-২১। প্রথম গেমে ৩ বার গেম পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি লক্ষ্য। দ্বিতীয় গেমে ৭-০ এগিয়ে যান এই ভারতীয় শাটলার। কিন্তু সেখান থেকে পরপর পয়েন্ট হারিয়ে গেম ও ম্যাচ খোয়ালেন লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাক্সেলসেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২ গেমেই পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে জয় ছিনিয় নিলেন। ডেনমার্কের এই শাটলার পরপর ২ বার অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে সোমবার ফাইনালে খেলতে নামবেন। লক্ষ্য এদিন হেরে গেলেও, এখনও পদক জিততে পারেন। তাঁকে ব্রোঞ্জ পদক জেতার জন্য সোমবার লড়াই করতে হবে।
নিজেকেই দুষছেন লক্ষ্য
হারের পর লক্ষ্য বলেছেন, 'আমার আরও একটু সতর্ক হয়ে খেলা উচিত ছিল। প্রথম গেম জিততে পারলে তৃতীয় গেমে লড়াই করার সুযোগ থাকত। দ্বিতীয় গেমেও আমি শুরুটা ভালোভাবে করি। কিন্তু লিড ধরে রাখতে পারিনি। অ্যাক্সেলসেন ভালো খেলেছে। ওর বিরুদ্ধে পয়েন্ট পাওয়া কঠিন ছিল। আমি এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক খেলা শুরু করি। সেই সময় আমার সুযোগ কাজে লাগানো উচিত ছিল। আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল।'
ব্রোঞ্জের লড়াইয়ে লক্ষ্যর প্রতিপক্ষ লি জি জিয়া
সোমবার ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে মালয়েশিয়ার লি জি জিয়ার মুখোমুখি হচ্ছেন লক্ষ্য। এই লড়াই সম্পর্কে তিনি বলেছেন, 'আমি আরও ভালোভাবে প্রস্তুতি নেব। কালকের ম্যাচেও আমি ১০০ শতাংশ দেব। আজকের ম্যাচ থেকে অনেককিছু শেখার আছে। এই শিক্ষা নিয়েই কাল আমি খেলতে নামব।' লক্ষ্যর মা, বাবা, ভাই অলিম্পিক্স দেখতে গিয়েছেন। তাঁদের সামনে পদক জেতাই এই শাটলারের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কোয়ার্টার ফাইনালে লাভলিনার বিদায়, প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে হতাশাজনক ফল ভারতের
১০ জনে খেলেই ব্রিটিশ দর্প চুরমার করে প্যারিস অলিম্পিক্সের সেমি-ফাইনালে ভারতের পুরুষ হকি দল
নীরজ চোপড়া সোনা জিতলেই সবার জন্য বিনামূল্যে ভিসা, ঘোষণা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতির