পদত্যাগে নারাজ ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং, চলছে কুস্তিগীরদের অবস্থান

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে লজ্জাজনক ঘটনা। কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের যৌন নির্যাতনের অভিযোগ।

বুধবারের পর বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের অবস্থান। বজরঙ্গ পুনিয়া, ভিনেশ ফোগট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে সরিয়ে দেওয়ার দাবিতে অনড়। বৃহস্পতিবার এই অবস্থান বিক্ষোভে সব কুস্তিগীরকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বজরঙ্গ। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, 'সব খেলোয়াড় ও কুস্তিপ্রেমী মানুষকে আজ সকাল ১০টায় যন্তর মন্তরে আসার অনুরোধ জানাচ্ছি। কুস্তিকে বাঁচানো এবং খেলোয়াড়দের সমর্থন করার জন্য আপনারা সবাই আসুন। আমাদের লড়াই সরকার বা সাই-এর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে।' ভিনেশ বলেছেন, ‘ব্রিজভূষণ শরণ সিং মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করে আসছেন। আমি এর প্রতিবাদ করেছি। কোনও খেলায়াড় চোট পেলে কেউ দায়িত্ব নেয় না। কুস্তিগীরদের জাতীয় প্রতিযোগিতা থেকে নির্বাসিত করার হুমকি দেওয়া হয়। কুস্তি ফেডারেশনের সভাপতি আমাকে অচল আধুলি বলেছেন। আমি অপমানে আত্মহত্যা করতে চাইছিলাম।’

কুস্তি ফেডারেশনের সভাপতি অবশ্য পদত্যাগে নারাজ। তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনও সারবত্তা নেই। আমি কেন পদত্যাগ করব? যদি একজন মহিলা কুস্তিগীরও এগিয়ে এসে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমি ফাঁসিতে ঝুলতে রাজি। একজন শিল্পপতি এই চক্রান্তের পিছনে আছেন। সিবিআই বা পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারে। কুস্তি ফেডারেশনে আমি একনায়কতন্ত্র চালাচ্ছি বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এই কুস্তিগীররাঅ এক সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা তখন কিছু বলেননি।’

Latest Videos

কুস্তি ফেডারেশনের সভাপতি পদত্যাগ করতে রাজি না হলেও, কুস্তিগীরদের এই প্রতিবাদ কর্মসূচিতে ক্রীড়ামন্ত্রকের টনক নড়েছে। বুধবারই ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে কুস্তি ফেডারেশনের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টানা তৃতীয়বার কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন ব্রিজভূষণ। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এখন কুস্তিগীররা সরব হলেও, খেলোয়াড়দের সঙ্গে খারাপ ব্যবহার, এমনকী মারধর করার অভিযোগ নতুন নয়। ২০২১ সালের ডিসেম্বরে এক কুস্তিগীরকে চড় মেরেছিলেন ব্রিজভূষণ। অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপে বেশি বয়স হয়ে যাওয়ার জন্য বাতিল হয়ে যাওয়ার পরেও প্রতিযোগিতায় যোগ দেওয়ার অনুমতি দেওয়ার দাবি জানাতে থাকা ওই কুস্তিগীরকে চড় মারেন ফেডারেশন সভাপতি। এবার তাঁর বিরুদ্ধে আরও বড় অভিযোগ।

আরও পড়ুন-

নিষিদ্ধ স্টেরয়েড সেবনের দায়ে নির্বাসিত হচ্ছেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া

Share this article
click me!

Latest Videos

সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News