দীর্ঘদিন থাকতে হবে মাঠের বাইরে, আইপিএল-এ সম্ভবত খেলতে পারবেন না ঋষভ পন্থ, একনজরে সেরা ১০

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পাওয়া ঋষভ পন্থের শারীরিক অবস্থা কেমন? তাঁর সুস্থ হয়ে উঠতে কতদিন? জেনে নিন খেলার গুরুত্বপূর্ণ সব খবর একনজরে।

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়া ঋষভ পন্থ বিপদমুক্ত হলেও, তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েকমাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়াই পন্থের দ্রুত মাঠে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে উঠতে পারে। তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন বা ফিট হয়ে উঠতে কতদিন লাগবে, সেটা এখনও জানা যায়নি। তবে পন্থ যেরকম চোট পেয়েছেন, তাতে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই। এমনকী, এপ্রিল-মে মাসে আইপিএল-এও অনিশ্চিত পন্থ। তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কিন্তু এবার হয়তো অধিনায়ককে ছাড়াই আইপিএল-এ খেলতে হবে দিল্লি ক্যাপিটালসকে। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে পন্থ ফিরবেন কি না, সে ব্যাপারেও এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

বিস্তারিত দেখুন-

Latest Videos

রবিবার ভারতের পুরুষ দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও বিসিসিআই সচিব জয় শাহ। বিদায়ী নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ এই বৈঠকে থাকবেন কি না জানা যায়নি। দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন বিসিসিআই সভাপতি রজার বিনি। ২০২৩-এ ভারতে ওডিআই বিশ্বকাপ। তার প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে।

গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েননি, গর্ত বাঁচাতে গিয়েই ডিভাইডার রেলিংয়ে ধাক্কা মেরেছেন। দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মাকে এমনই জানিয়েছেন ঋষভ পন্থ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানিয়েছেন শ্যাম।

বিস্তারিত দেখুন-

ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তার আগে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ভারতের টি-২০ দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর সঙ্গে ছিলেন ভাই ক্রুণাল পান্ডিয়া। 

বিস্তারিত দেখুন-

দুর্ঘটনার পরেই ঋষভ পন্থকে পুড়ে যাওয়া গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যান হরিয়ানার সরকারি বাসের চালক সুশীল কুমার ও কন্ডাক্টর পরমজিৎ। তাঁরাই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে এই ক্রিকেটারকে হাসপাতালে পৌঁছে দেন।

বিস্তারিত দেখুন-

তৎপরতার সঙ্গে ঋষভ পন্থকে উদ্ধার করার জন্য বাসচালক সুশীল কুমার ও কন্ডাক্টর পরমজিতের প্রশংসা করলেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি ট্যুইট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

বিস্তারিত দেখুন-

ঋষভ পন্থকে দেখতে দেরাদুনের হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। তাঁরা পন্থের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা করেন। তাঁরা সবাইকে পন্থের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করার কথা বলেছেন।

বিস্তারিত দেখুন-

ঋষভ পন্থের এক ঘনিষ্ঠ বন্ধু তাঁকে একা গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ কানে তোলেননি পন্থ। তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাতেন কি না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

বিস্তারিত দেখুন-

বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছেন সৌদি ক্লাবটির। ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়লেন রোনাল্ডো।

বিস্তারিত দেখুন-

পাকিস্তান ক্রিকেটে ডামাডোল অব্যাহত। পিসিবি চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হওয়ার পর তোপ দেগেছেন রামিজ রাজা। তাঁকে পাল্টা আক্রমণ করেছেন সলমন বাট, ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটাররা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কলকাতায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি দেখুন | Bangla News
CM Yogi : নয়া স্লোগানে মঞ্চ কাঁপালেন যোগীজি #shorts #yogiadityanath
'বেলডাঙার ঘটনা একটা রাজনৈতিক ষড়যন্ত্র' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী
‘সৌগতদা দ্রোণাচার্য লেভেলে চলে গিয়েছে’ সৌগত রায়কে তীব্র কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra News Today
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের