সংক্ষিপ্ত

সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই চুক্তি করার সুবাদে তিনি ইতিহাস গড়লেন।

২ বছরের চুক্তি, প্রতি বছর পাবেন ৭৫ মিলিয়ন মার্কিন ডলার করে। এই বিপুল অর্থের সুবাদে ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়লেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আগে কোনও ক্লাব থেকে কোনও ফুটবলার এত পারিশ্রমিক পাননি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর আর্থিকভাবে লাভবান হলেন 'সি আর সেভেন'। তিনি এই চুক্তি করার পর বলেছেন, 'অন্য একটি দেশে নতুন ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। এটা ভেবে আমি উত্তেজিত। আল-নাসর যে ভাবনা নিয়ে এগিয়ে চলেছে এবং উন্নতি করছে, সেটা অনুপ্রেরণামূলক। পুরুষদের ফুটবলের পাশাপাশি মহিলাদের ফুটবলের ক্ষেত্রেও উন্নতি করছে সৌদি আরব। এবারের বিশ্বকাপে সৌদি আরবের পারফরম্যান্স দেখে বোঝা যাচ্ছে, ওদের ফুটবলে উন্নতি করার ইচ্ছা আছে। সৌদি আরবের ফুটবলে উন্নতি করার সম্ভাবনাও রয়েছে। আমি সৌভাগ্যবান যে ইউরোপিয়ান ফুটবলে যা যা জিততে চেয়েছিলাম সে সবই জিতেছি। এখন আমার মনে হচ্ছে এটাই এশিয়ার ফুটবলে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উপযুক্ত সময়। আমি নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। সবাই মিলে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।'

রোনাল্ডোর মতো ফুটবলার দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত আল-নাসরের প্রেসিডেন্ট মুসল্লি আলমুয়াম্মার। তিনি জানিয়েছেন, 'এটা ইতিহাস তৈরি হওয়ার চেয়েও বেশি কিছু। এই সই আমাদের ক্লাবকে শুধু আরও সাফল্য পাওয়ার জন্য অনুপ্রাণিত করবে না, আমাদের লিগ, আমাদের দেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও নিজেদের সেরাটা খুঁজে বের করার চেষ্টা করবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন বিশেষ ফুটবলার এবং বিশেষ মানুষ। তাঁর প্রভাব ফুটবলের বাইরের জগতেও রয়েছে। ক্রিশ্চিয়ানো বড় লক্ষ্য নিয়ে আমাদের ক্লাবে যোগ দিচ্ছেন। আমাদের ক্লাব এশিয়ার অন্যতম সেরা। আমাদের দেশ মাঠে ও মাঠের বাইরে উন্নতি করছে। সবাইকে সমান সুযোগ দেওয়া হচ্ছে। এদেশে আমরা ক্রিশ্চিয়ানোকে স্বাগত জানাচ্ছি।'

কাতার বিশ্বকাপ চলাকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিভঙ্গ করেন রোনাল্ডো। এরপরেই শোনা গিয়েছিল তিনি সৌদি আরবের ক্লাবে যোগ দেবেন। কিন্তু সাংবাদিক বৈঠকে সেই খবর অস্বীকার করেন 'সি আর সেভেন'। বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের স্পোর্টিং সেন্টারে গিয়ে একা অনুশীলন শুরু করেন। তখন তাঁর নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়ে। শেষপর্যন্ত আল-নাসরেই সই করলেন রোনাল্ডো

আরও পড়ুন-

'ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি', ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

কেমোথেরাপি কাজ বন্ধ করে দেওয়াতেই কি জীবনাবসান হল ফুটবল-সম্রাট পেলের?

পেলেই সর্বকালের সেরা ফুটবলার, এক সাক্ষাৎকারে বলেছিলেন দিয়েগো মারাদোনা