মণিপুরের ক্রীড়াবিদরা চাইলে তামিলনাড়ুতে গিয়ে অনুশীলন করতে পারেন, আহ্বান স্ট্যালিনের

মণিপুরে গত কয়েক মাস ধরে চলা হিংসার জেরে সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। বাকিদের মতোই বিপর্যস্ত হয়ে গিয়েছে ক্রীড়াবিদদের জীবনও। তাঁদের পাশে দাঁড়াচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

ক্রীড়াক্ষেত্রে গত ২ দশকে দেশের অন্যতম সেরা রাজ্য মণিপুর। কিন্তু গত কয়েক মাস ধরে চলা হিংসার জেরে মণিপুরের সাধারণ মানুষের মতোই সমস্যায় পড়েছেন ক্রীড়াবিদরা। অলিম্পিক্সে পদকজয়ী বক্সার এম সি মেরি কম, ভারত্তোলক সাইখম মীরাবাই চানুরা শান্তির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও শান্তি ফেরেনি মণিপুরে। এই পরিস্থিতিতে মণিপুরের ক্রীড়াবিদদের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর বার্তা, 'সারা বিশ্ব এক। আমাদের কাছে সব মানুষই আপনজন। মণিপুরের ক্রীড়াবিদরা চাইলে তামিলনাড়ুতে এসে অনুশীলন করতে পারেন। এশিয়ান গেমস, খেলো ইন্ডিয়া, ইয়ুথ গেমসের মতো প্রতিযোগিতার জন্য তৈরি হতে পারেন তাঁরা।'

সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মণিপুরে শান্তি ফেরানোর জন্য পদক্ষেপের আর্জি জানিয়েছেন মেরি কম। এরপর ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে মণিপুরে শান্তি ফেরানোর জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন মীরাবাই চানু। তিনি এই ভিডিওতে বলেছেন, 'দয়া করে মণিপুরের সব বাসিন্দাকে বাঁচান। সবার আগে শান্তি ফেরান। মণিপুরে অশান্তি শুরু হওয়ার পর প্রায় ৩ মাস কেটে গিয়েছে। প্রশাসন এখনও পর্যন্ত শান্তি ফেরাতে পারেনি। হিংসার ফলে অনেক অ্যাথলিটই অনুশীলন চালাতে পারছেন না। পড়ুয়ারা পড়াশোনায় মন দিতে পারছে না। বহু মানুষের জীবন গিয়েছে। অনেক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ ও হাংঝাউ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু মণিপুরে আমার বাড়ি। আমি রাজ্যে না থাকলেও বাড়ির কথা ভাবি। কবে স্বাভাবিক অবস্থা ফিরবে, সে কথাই ভাবছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আমার আবেদন, যত দ্রুত সম্ভব এই অস্থিরতার সমাধান খুঁজে বের করুন।'

Latest Videos

গত কয়েক মাস ধরে মণিপুরে লাগাতার হিংসা চলছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। অবিলম্বে হিংসা বন্ধ না হলে পদক ফিরিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে আছেন জাতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ওইনাম বেমবেম দেবী, ভারত্তোলক কুঞ্জরানি দেবী, বক্সার সরিতা দেবী, এল ইবোমচা, জুডোকা সুশীলা দেবী লিকমাবাম। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। 

মণিপুরের হিংসার ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। সংসদের বাদল অধিবেশনও মণিপুরের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে। কিন্তু সবচেয়ে জরুরি হল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে শান্তি ফেরানো। সেটা হচ্ছে না।

আরও পড়ুন-

'মেয়েদের কাজ নয়,' ক্রীড়াক্ষেত্রে এই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন স্মিতা মানসী জেনা

'মণিপুরকে বাঁচান,' প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি মীরাবাই চানুর

মণিপুর ও বাংলার প্রসঙ্গ টেনে সাংবাদিক সন্মেলনে কান্নায় ভেঙে পড়লেন লকেট

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি