
Saina Nehwal Retirement: প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে আর দেখা যাবে না বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় সাইনা নেহওয়ালকে। এই তারকা পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলতে হলে যে শারীরিক ক্ষমতা দরকার হয়, সেটা তাঁর শরীরে আর নেই। এই কারণেই তিনি অবসরের সিদ্ধান্ত নিলেন। এই তারকা শাটলার বেশ কিছুদিন ধরেই অবসরের ইঙ্গিত দিচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কোর্টের বাইরে। শেষবার প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে। সেবার তিনি সিঙ্গাপুর ওপেনে (Singapore Open) খেলেছিলেন। তারপর থেকে তাঁকে আর কোনও প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন ম্যাচ খেলতে দেখা যায়নি। তবে এতদিন আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানাননি। এবার সেই ঘোষণা করে দিলেন। তাঁর অবসরে ভারতীয় ব্যাডমিন্টনের এক সফল অধ্যায়ের অবসান হল।
অবসরের কথা ঘোষণা করে সাইনা বলেছেন, 'আমি দু'বছর আগেই খেলা থামিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল, নিজের শর্তে যখন খেলায় প্রবেশ করেছি এবং নিজের শর্তেই খেলা ছেড়ে দিয়েছি, তখন অবসরের কথা ঘোষণা করার কিছু নেই। তুমি যদি খেলার মতো জায়গায় না থাকো, তাহলে সরে যাও। এছাড়া আর কিছু বলার নেই। আমার অবসর ঘোষণা করা বড় কোনও ব্যাপার নয়। আমার শুধু মনে হয়েছে, নিজের সময় শেষ। কারণ, আমি খুব বেশি কিছু করতে পারছিলাম না। আমার হাঁটু আর আগের মতো কাজ করছিল না।'
হাঁটুর চোটের বিষয়ে সাইনা বলেছেন, ‘আমার কার্টিলেজ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। আমার আর্থরাইটিস আছে। আমার বাবা-মাকে সে কথা জানানো দরকার ছিল। আমার কোচের সে কথা জানা দরকার ছিল। আমি তাঁদের সে কথা জানিয়েছিলাম। আমি বলেছিলাম, আমার পক্ষে আর খেলা সম্ভব হচ্ছে না। আমার পক্ষে খেলা কঠিন হয়ে যাচ্ছে। আমার হাঁটু ফুলে যাচ্ছিল। এই কারণেই আমি সিদ্ধান্ত নিই, যথেষ্ট হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।