ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করার মতো প্রমাণ নেই, দাবি দিল্লি পুলিশের

কুস্তিগীরদের আন্দোলনের পক্ষে সারা দেশের মানুষ সরব হলেও বহাল তবিয়তেই আছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দিল্লি পুলিশ।

Web Desk - ANB | Published : May 31, 2023 9:19 AM IST / Updated: May 31 2023, 03:50 PM IST

যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও, তাঁকে এখনই গ্রেফতার করছে না দিল্লি পুলিশ। বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, ব্রিজভূষণকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কুস্তিগীররা যে দাবি করছেন তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। সংবাদসংস্থা এএনআই-কে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত আমরা ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ পাইনি। ১৫ দিনের মধ্যে আমরা আদালতে রিপোর্ট পেশ করব। আমরা চার্জশিট জমা দিতে পারি বা চূড়ান্ত রিপোর্টও দিতে পারি। কুস্তিগীরদের দাবি প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ নেই। ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনের যে ধারায় মামলা দায়ের করা হয়েছে, সেই ধারা অনুযায়ী ৭ বছরের কম সময়ের কারাদণ্ড হতে পারে। ফলে অভিযোগকারীরা দাবি করলেও, তদন্তকারী আধিকারিকের পক্ষে ব্রিজভূষণকে গ্রেফতার করা সম্ভব নয়। তিনি সাক্ষীদের প্রভাবিতও করছেন না, প্রমাণও নষ্ট করে দিচ্ছেন না।’

এরই মধ্যে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে একটি জনসভায় ব্রিজভূষণ দাবি করেছেন, ‘আমার বিরুদ্ধে যদি একটি অভিযোগও প্রমাণিত হয়, তাহলে আমি ফাঁসি যাব। ৪ মাস ধরে কুস্তিগীররা আমার বিরুদ্ধে নানা কথা বলে আসছে। ওরা আমাকে ঝাঁসিতে ঝোলাতে চায়। সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না। সেই কারণে ওরা মঙ্গলবার হরিদ্বারে গিয়ে গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার হুমকি দিয়েছিল। ওরা নাটক করছে। এভাবে ওদের পক্ষে আমাকে শাস্তি দেওয়া সম্ভব হবে না। ওদের কাছে যদি আমার বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে আদালতে সেই প্রমাণ পেশ করুক। আমি সাজা মেনে নিতে তৈরি। দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্যি হলে আমাকে গ্রেফতার করা হবে।’

এদিকে অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দর সিং কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে বলেছেন, 'আমাদের দেশের একজন মহিলা কুস্তিগীরই অলিম্পিক্স থেকে পদক আনতে পেরেছে। সেই সাক্ষী মালিক যখন গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার কথা বলছে, সে কথা জানতে পেরে আমার মনে প্রথমেই বিশ্বের সর্বকালের সেরা বক্সার মহম্মদ আলির কথা আসে। উনিও নদীতে পদক ফেলে দিয়েছিলেন। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের দেশের মেয়েরা সুবিচার পাচ্ছে না। ওদের সঙ্গে অন্যায় হচ্ছে। এটা দেখে আমার খুব রাগ হচ্ছে।'

আরও পড়ুন-

'রাস্তায় বিচারের জন্য লড়াই করতে হচ্ছে,' কুস্তিগীরদের পাশে মোহনবাগানের অধিনায়ক প্রীতম

ভিনেশদের আটক করা নিয়ে উদ্বেগ, কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করার হুঁশিয়ারি বিশ্ব সংস্থার

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির

Share this article
click me!