সংক্ষিপ্ত

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে উত্তাল দেশ। এই ঘটনায় নড়েচড়ে বসল বিশ্ব কুস্তি সংস্থাও।

ভারতের প্রথমসারির কুস্তিগীরদের প্রতি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার যে আচরণ করছে, তাতে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব কুস্তি সংস্থা। এক বিবৃতিতে ভারতীয় কুস্তি ফেডারেশনকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে নির্বাচিত নতুন পদাধিকারীদের নাম জানাতে না পারলে ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, 'গত কয়েকদিন ধরে যা হয়েছে, তা উদ্বেগ বাড়িয়েছে। প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার চেষ্টা করায় কুস্তিগীরদের গ্রেফতার করা হয় এবং সাময়িকভাবে আটক করে রাখে পুলিশ। যেখানে তাঁরা এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই জায়গাটি ফাঁকা করে দিয়েছে প্রশাসন। কুস্তিগীরদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং তাঁদের যেভাবে আটক করা হয়, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সেই ঘটনার কঠোর নিন্দা করছে। তদন্তের কোনও ফল এখনও হয়নি। আমরা সেটা নিয়েও হতাশা প্রকাশ করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের আবেদন, এই অভিযোগের বিস্তারিত ও নিরপেক্ষ তদন্ত করা হোক।'

বিশ্ব কুস্তি সংস্থা আরও বলেছে, ‘ভারতীয় কুস্তি ফেডারেশনের পদাধিকারীদের সরিয়ে দেওয়ার পর প্রথমে বলা হয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের পর নতুন কমিটি গঠন করা হবে। সেই সময়সীমার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সেটা করতে না পারলে ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করে দিতে পারে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। সেটা হলে ভারতীয় কুস্তিগীরদের পক্ষে জাতীয় পতাকা নিয়ে কোনও প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যেই ভারতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াদিল্লিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথা থাকলেও, সেই প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় কুস্তি ফেডারেশন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার দিল্লির যন্তর মন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করার সময় ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো দেশের প্রথমসারির কুস্তিগীরদের জোর করে আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। নতুন সংসদ ভবনের বাইরে মহিলা সম্মান মহা পঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেখানেই যোগ দিতে যাওয়ার চেষ্টা করছিলেন কুস্তিগীররা। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বেঁধে যায়। রাস্তায় পড়ে যান কুস্তিগীররা। তাঁদের টেনে-হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। সারা দেশে এই ঘটনার নিন্দা করা হচ্ছে।

আরও পড়ুন-

Wrestlers Protest: ৫ দিন অপেক্ষা করতে বললেন নরেশ টিকাইত, হরিদ্বারে হল না পদক বিসর্জন

যা হচ্ছে কাম্য নয়, কুস্তির ক্ষতি হচ্ছে, মন্তব্য পশ্চিমবঙ্গ কুস্তি ফেডারেশনের সচিবের

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির