সংক্ষিপ্ত
বেতার অনুষ্ঠান 'মন কি বাত'-এ জম্মু ও কাশ্মীরে তুষারপাতের মধ্যে খেলার কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই কাশ্মীরেই হতে চলেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস।
জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হতে চলেছে এবারের 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'। ১০ ফেব্রুয়ারি উত্তর কাশ্মীরের গুলমার্গে বিখ্য়াত স্কি রিসর্টে শুরু হবে এই গেমস। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সারা দেশ থেকে ১,৫০০ অ্যাথলিট এই গেমসে যোগ দেবেন। এর ফলে শুধু জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলার ব্যাপারে উৎসাহিত হবে না, উপত্যকার পর্যটনেরও প্রচার ও প্রসার ঘটবে। শনিবার রাজ ভবনে উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে তৃতীয় 'খেলো ইন্ডিয়া উইন্টার গেমস'-এর থিম সং, ম্যাসকট ও জার্সি উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সারা দেশে এই বার্তা দিচ্ছে যে জম্মু ও কাশ্মীর চাইছে এই ইভেন্ট সারা দেশের মানুষ দেখুন। এই ইভেন্ট অবস্মরণীয় হয়ে থাকবে। সারা দেশের মানুষের যোগদানের অপেক্ষায় জম্মু ও কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্যে আকৃষ্ট হবেন খেলোয়াড় ও কর্তারা। গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে যে বদল আনা হয়েছে, সেটাই জম্মু ও কাশ্মীরের পর্যটন, শান্তি ও স্থিতাবস্থার প্রচার করবে।’
জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল বলেন, ‘জম্মু ও কাশ্মীরের প্রতিটি পঞ্চায়েতে ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছে। ৫০ লক্ষ তরুণ-তরুণীকে খেলার সঙ্গে যুক্ত করা আমাদের লক্ষ্য ছিল। তার চেয়ে বেশি তরুণ-তরুণী খেলার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আমাদের লক্ষ্য ছাপিয়ে যেতে পেরেছি। নতুন ক্রীড়ানীতির মাধ্যমে আমরা প্রতিটি ক্রীড়াবিদকে পেশাগত ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ দিচ্ছি। আমদের আশা, এর ফলে আরও বেশি তরুণ-তরুণী খেলার সঙ্গে যুক্ত হবে।’
১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘খেলো ইন্ডিয়া উইন্টার গেমস’। ক্রীড়ামন্ত্রকের পাশাপাশি জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিল এবং জম্মু ও কাশ্মীরের উইন্টার গেমস অ্যাসোসিয়েশন এই গেমস আয়োজনের দায়িত্বে আছে। এই গেমসে ৯টি ইভেন্ট থাকছে। ২০২০ সালে প্রথম ‘খেলো ইন্ডিয়া উইন্টার গেমস’ আয়োজন করা হয়। জম্মু ও কাশ্মীরের প্রতিযোগীরাই এই গেমসে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন। এবারও তাঁরাই শীর্ষে থাকতে পারেন।
আইস স্কেটিং, স্কিইংয়ের জন্য বিখ্যাত গুলমার্গ। শীতকালে অ্যাডভেঞ্চার স্পোর্টসের রোমাঞ্চ উপভোগ করতে অসংখ্য পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। এবার গেমসের জন্য উপত্য়কায় পর্যটকের সংখ্যা বাড়বে বলেই আশা করছে ক্রীড়ামন্ত্রক। জম্মু ও কাশ্মীর সারা বছরই পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তবে শীতকালে তুষারপাতের কারণে সেই আকর্ষণ বেড়ে যায়।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীর 'মন কি বাত'-এ উঠে এসেছে, জনপ্রিয়তা বাড়ছে পুলওয়ামার স্নো ক্রিকেটের
ভয় কাটিয়ে উঠলেই আর সমস্যা থাকে না, বলছেন দেশের কনিষ্ঠতম এভারেস্ট বিজয়ী
তরুণ প্রজন্মের জন্য গুলমার্গে আইস স্কেটিং ক্যাম্প কাশ্মীরের পর্যটন দফতরের