সংক্ষিপ্ত
জম্মু ও কাশ্মীর-সহ দেশের তরুণ প্রজন্মকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে উৎসাহ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেমস। কাশ্মীরের গুলমার্গে সফলভাবেই শেষ হল এই গেমস।
কাশ্মীরের গুলমার্গের স্কি রিসর্টে সফলভাবেই শেষ হল তৃতীয় খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেমস। ৯ ফেব্রুয়ারি শুরু হয় এই গেমস, শেষ হল বৃহস্পতিবার। দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দেড় হাজারেরও বেশি অ্যাথলিট এই গেমসে যোগ দেন। আলপাইন স্কিইং, নর্ডিক স্কইং, স্নোবোর্ডিং, স্নোশ্যু, স্কি মাউন্টেনিয়ারিং, আইস হকি, আইস স্কেটিং, আইস স্টক, কার্লিং, ববস্লেজ ও ব্যান্ড, এই ১০টি স্পোর্টস ডিসিপ্লিন ছিল খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে। ২৬টি সোনা, ২৫টি রুপো ও ২৫টি ব্রোঞ্জ-সহ মোট ৭৬টি পদক নিয়ে শীর্ষে জম্মু ও কাশ্মীর। ১৩টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ-সহ ২৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। ১০টি সোনা, ১৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ-সহ ৩১টি পদক নিয়ে নিয়ে তৃতীয় স্থানে হিমাচল প্রদেশ। গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী নীশীথ প্রামাণিক, জম্মু ও কাশ্মীরের ক্রীড়াসচিব সরকার হাফিজ।
এই গেমস সম্পর্কে নীশীথ বলেছেন, ‘আমি স্পোর্টস কাউন্সিল এবং বিশেষ করে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে অভিনন্দন জানাতে চাই। আমি ব্যক্তিগতভাবে সব অ্যাথলিটকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সারা ভারত থেকে অ্যাথলিটরা এই গেমসে যোগ দিয়েছেন এবং এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছেন। যাঁরা এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্যই এই গেমস সফল হয়েছে এবং ইতিহাস তৈরি হয়েছে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘তৃতীয় খেলো ইন্ডিয়া শুধু উইন্টার গেমসই না, তার চেয়েও বেশি। প্রধানমন্ত্রীর নির্দেশে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস শুরু হয়। দেশে উইন্টার স্পোর্টসের প্রচার ও উন্নয়নের জন্যই খেলো ইন্ডিয়া উইন্টার গেমস চালু করা হয়। প্রধানমন্ত্রী বুঝেছিলেন, আমাদের দেশের অ্যাথলিটরা উইন্টার গেমসেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেন। এবারের গেমস অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবারের গেমসে অতীতের চেয়ে বেশি প্রতিযোগী যোগ দিয়েছেন এবং বেশি ইভেন্টও ছিল। এর আগে এত ইভেন্ট ছিল না। আমরা জানি জম্মু ও কাশ্মীর কোন কারণে সবসময় খবরের শিরোনামে থাকত। কিন্তু এখন প্রধানমন্ত্রীর ভাবনা ও নির্দেশে জম্মু ও কাশ্মীর খেলা এবং অন্যান্য কাজের মাধ্যমে খবরের শিরোনামে থাকে। এটা প্রমাণ করে দিচ্ছে, জম্মু ও কাশ্মীরের তরুণরা কারও চেয়ে পিছিয়ে নেই। তাঁরা বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতছেন এবং দেশকে গর্বিত করছেন।’
আরও পড়ুন-
বয়স যে শুধুমাত্র সংখ্যা বুঝিয়ে দিলেন ১০৬ বছর বয়সের রামবাই, আন্তর্জাতিক অ্যাথলেটিক মিটে
ট্রেকিং, প্যারাগ্লাইডিং, রিভার র্যাফটিং, অ্যাডভেঞ্চারের উপকরণ সাজিয়ে রেখেছে মধ্যপ্রদেশ
কর্ণাটকে প্য়ারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনা, অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুরক্ষা নিয়ে প্রশ্ন