বয়স যে শুধুমাত্র সংখ্যা বুঝিয়ে দিলেন ১০৬ বছর বয়সের রামবাই, আন্তর্জাতিক অ্যাথলেটিক মিটে প্রথম হলেন হরিয়ানার বৃদ্ধা

মেদিনীপুর শহরের ৪২ তম ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক মিটে বয়স্কদের দৌড়,শট পুটে প্রথম হয়ে তাক লাগালো হরিয়ানার ১০৬ বছরের বৃদ্ধা রামবাই । বয়স যে কেবল সংখ্যা মাত্র তা তিনি বুজিয়ে দিয়েছেন ।

Share this Video

মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে চলছে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক মিট ২০২৩ | বয়স্কদের দৌড়,শট পুটে প্রথম হয়ে তাক লাগালো হরিয়ানার ১০৬ বছরের বৃদ্ধা রামবাই | এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ রাজ্য, দেশ ও ভিনদেশের বহু প্রতিযোগী | নাতনি শর্মিলা জানায় ঠাকুমা দৌড়ঝাঁপ করতে ভালোবাসে | রামবাই জানায় ইচ্ছে আগামী দিনে আরও দৌড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা | 

Related Video