প্রথম অবাছাই হিসেবে খেতাব মার্কেতা ভন্ড্রুসোভার, উইম্বলডনে মহিলা সিঙ্গলসে ইতিহাস

Published : Jul 15, 2023, 08:42 PM ISTUpdated : Jul 15, 2023, 09:24 PM IST
Marketa Vondrousova

সংক্ষিপ্ত

উইম্বলডনে দ্বিতীয় শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনাল হয়। সারা বিশ্বের টেনিসপ্রেমীরা এই দিনটির দিকে তাকিয়ে থাকেন। এবার নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন।

উইম্বলডনের ওপেন যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন মার্কেতা ভন্ড্রুসোভা। শনিবার ফাইনালে স্ট্রেট সেটে ষষ্ঠ বাছাই ওনস জ্যাবিউরকে হারিয়ে দিলেন ভন্ড্রুসোভা। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪। ফাইনালে দুর্দান্ত লড়াই হয়েছে। তবে শেষ হাসি হাসলেন ট্যাটুর জন্য বিখ্যাত চেক প্রজাতন্ত্রের ভন্ড্রুসোভা। এর আগে গ্র্যান্ড স্ল্যামে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনে রানার-আপ হওয়া। এবার চতুর্থ বাঁ হাতি মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডনে সিঙ্গলসের ফাইনালে পৌঁছে যান ভন্ড্রুসোভা। এবার আর তাঁকে খালি হাতে ফিরতে হল না। আগামী মাসে ২৯ বছর পূর্ণ করবেন টিউনিশিয়ার টেনিস তারকা জ্যাবিউর। তিনি এই নিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনে রানার্স হলেন। তাঁর পক্ষে এখনও গ্র্যান্ড স্ল্যাম জেতা সম্ভব হয়নি।

এবারের উইম্বলডনে ভন্ড্রুসোভার লড়াই অত্যন্ত কঠিন ছিল। অবাছাই হিসেবে খেলতে নামায় খাতায়-কলমে এগিয়ে থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে হয়েছে। তবে তাতে দমে যাননি চেক প্রজাতন্ত্রের এই তরুণী। অসাধারণ লড়াই করে তিনি চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে একটিও এস মারতে পারেননি। ৪ বার ডাবল ফল্ট করেন। কিন্তু তারপরেও চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি ভন্ড্রুসোভার। স্লাইস, স্পিন ও ড্রপ শটের মাধ্যমে জ্যাবিউরকে মাত করেন ভন্ড্রুসোভা। 

এদিন সেন্টার কোর্টের বেশিরভাগ দর্শকই জ্যাবিউরকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছিলেন। গতবার ফাইনালে এলিনা রাইবাকিনার কাছে হেরে যান টিউনিশিয়ার এই খেলোয়াড়। ফলে এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া ছিলেন জ্যাবিউর। কিন্তু গতবার ফাইনালে হারের পর এবারও হারতে হল। ম্যাচের পর জ্যাবিউর বলেছেন, এটি তাঁর কেরিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক হার। অবাছাই ভন্ড্রুসোভার বিরুদ্ধে হয়তো সহজ জয় পাবেন বলে আশা করেছিলেন জ্যাবিউর। কিন্তু তাঁকে হারের মুখই দেখতে হল। যোগ্য খেলোয়াড় হিসেবেই চ্যাম্পিয়ন হলেন ভন্ড্রুসোভা

ডব্লুটিএ র‍্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থেকে এবারের উইম্বলডনে খেলতে নেমেছিলেন ভন্ড্রুসোভা। তাঁর শরীরের বিভিন্ন অংশে ট্যাটু রয়েছে। ফাইনালে ওঠার পর কোচ জ্যান মার্তলকে বলেছিলেন, চ্যাম্পিয়ন হলে উইম্বলডন ট্রফিও ট্যাটু করে দিতে হবে। রাজি হয়েছিলেন কোচ। এবার কোচকে কথা রাখতে হবে। গত ২ সপ্তাহ ধরে অল ইংল্যান্ড ক্লাব মাতিয়ে রেখেছিলেন ভন্ড্রুসোভা। তিনি এবারের উইম্বলডনের ৭টি রাউন্ডেই বাছাই হিসেবে খেলতে নামা খেলোয়াড়দের হারিয়ে দিয়েছেন। ফাইনালেও স্নায়ুর চাপ কাটিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন।

আরও পড়ুন-

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে হারিয়ে কানাডা ওপেন সুপার ৫০০ জয় লক্ষ্য সেনের

৫০ বছর বয়স অবধি খেলে যেতে চান, জানালেন ৫ বারের উইম্বলনডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?