মহিলা সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার, ফের বিতর্কে ব্রিজভূষণ শরণ সিং

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে ঘিরে বিতর্ক থামছে না। আদালতের সমন পেলেও, ব্রিজভূষণ যে সেসবের পরোয়া করছেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন।

Soumya Gangully | Published : Jul 11, 2023 8:08 PM IST / Updated: Jul 12 2023, 02:20 AM IST

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অতীতে একাধিকবার কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার, যৌন হেনস্থা, এমনকী মারধর করার অভিযোগ উঠেছে। এবার এক মহিলা সাংবাদিকের সঙ্গেও খারাপ ব্যবহার করে বিতর্কে জড়ালেন ব্রিজভূষণ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মহিলা সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তাঁর হাতের উপরেই গাড়ির দরজা বন্ধ করে দেন ব্রিজভূষণ। ফলে হাতে আঘাত পান ওই সাংবাদিক। তাঁর হাত থেকে ছিটকে পড়ে বুম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেকেই ব্রিজভূষণের তীব্র সমালোচনা করছেন। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও সরব হয়েছেন। তাঁর ট্যুইট, 'নির্লজ্জতা ও গুণ্ডামির সীমা থাকা দরকার। ক্যামেরার সামনে মহিলা সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ব্রিজভূষণ। এই ব্যক্তিকে যেভাবে বাঁচানো হয়েছে, তাতে তাঁর আত্মবিশ্বাস চরমে পৌঁছে গিয়েছে। তিনি বুঝে গিয়েছেন, যা খুশি করুন না কেন, তাঁকে কেউ কিছু করতে পারবে না। আমি আবার বলছি, ব্রিজভূষণ সিং একজন গুণ্ডা। ভেবে দেখুন, তাঁর যখন ক্যামেরার সামনে একজন মহিলা সাংবাদিকের সঙ্গে এই ব্যবহার করার সাহস আছে, তখন ক্যামেরার আড়ালে মহিলাদের সঙ্গে তিনি কেমন ব্যবহার করেন! এই ব্যক্তির জায়গা হওয়া উচিত কারগারে, সংসদে নয়।'

আম আদমি পার্টির পক্ষ থেকেও ট্যুইট করে ব্রিজভূষণের তীব্র সমালোচনা করা হয়েছে। লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদীর প্রিয় সাংসদ ব্রিজভূষণ সিং প্রকাশ্যে গুণ্ডামি করছেন। তিনি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেছেন। এখন এক মহিলা সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তাঁর মাইক ভেঙে দিয়েছেন। মোদীজির লজ্জিত হওয়া উচিত। তিনি এমন একজন সাংসদকে রক্ষা করছেন যিনি প্রকাশ্যে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন।’

কেরালা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও ট্যুইট করে ব্রিজভূষণের তীব্র সমালোচনা করা হয়েছে। লেখা হয়েছে, ‘ব্রিজভূষণ সিং কেন এখনও জেলের বাইরে আছেন এবং প্রকাশ্যে মহিলা সাংবাদিক-সহ মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সে ব্যাপারে কোনও সন্দেহ আছে? সব দক্ষিণপন্থী গুণ্ডা ও ধর্ষণকারীর মতোই ব্রিজভূষণ সিংও বিশ্বাস করেন, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।’

৭ জন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও আছেন। ১৮ জুলাই দিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টে হাজিরা দিতে হবে ব্রিজভূষণকে। তাঁর বিরুদ্ধে ১,০০০ পাতার চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন-

যৌন নির্যাতনের অভিযোগ, ১৮ জুলাই ব্রিজভূষণ শরণ সিংকে তলব দিল্লির আদালতের

আর রাস্তায় নেমে আন্দোলন নয়, ব্রিজভূষণের বিরুদ্ধে আইনি লড়াই, বার্তা কুস্তিগীরদের

জাতীয় মহিলা টেবল টেনিস চ্যাম্পিয়ন শ্রীজা আকুলার সঙ্গে টেবল টেনিসের টক্কর কিরেন রিজিজুর

Share this article
click me!