Wimbledon 2024: দ্বিতীয় রাউন্ডেই হার রোহন বোপান্নার, উইম্বলডনে ভারতীয়দের লড়াই শেষ

সাম্প্রতিক সময়ে গ্র্যান্ড স্ল্যাম ভারতীয়দের মধ্যে সাফল্য পেয়েছেন শুধু রোহন বোপান্না। কিন্তু এবারের উইম্বলডনে সাফল্য পেলেন না এই অভিজ্ঞ খেলোয়াড়।

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রোহন বোপান্না-ম্যাথু এবডেন। পুরুষদের ডাবলসে দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন রোহন-ম্যাথু। তাঁরা অন্যতম ফেভারিট ছিলেন। কিন্তু জার্মানির অবাছাই জুটি কনস্টানটাইন ফ্রানটজেন-হেনড্রিক জেবেনসের কাছে হেরে গেলেন রোহন-ম্যাথু। তাঁদের বিপক্ষে ম্যাচের ফল ৩-৬, ৬-৭ (৪-৭)। এবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন রোহন-ম্যাথু। কিন্তু তারপর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডনে ব্যর্থ হল এই জুটি। অবাছাই জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে রোহনদের হার অপ্রত্যাশিত। তাঁদের খেলা দেখে কোনও সময়ই মনে হয়নি এই ম্যাচে জিততে পারেন। প্রথম সেটে বিশেষ লড়াই করতে পারেননি রোহনরা। দ্বিতীয় সেটে লড়াই করলেও, টাইব্রেকারে স্নায়ুর চাপ সামাল দিতে পারেনি এই অভিজ্ঞ জুটি। এর ফলেই উইম্বলডন থেকে বিদায় নিতে হল তাঁদের।

রইল বাকি ইউ এস ওপেন

Latest Videos

চলতি মরসুমে জোড়া গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে উইম্বলডনে খেলতে নেমেছিলেন রোহন-ম্যাথু। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফ্রেঞ্চ ওপেনে ব্যর্থতার পরেও উইম্বলডনে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রোহনরা। কিন্তু তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। দ্বিতীয় রাউন্ডে প্রথম সেটেই ১-৪ পিছিয়ে পড়েন রোহনরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ করে ফেললেও, শেষপর্যন্ত হেরে যান তাঁরা। এরপর দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ১ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে জয় ছিনিয়ে নিল জার্মান জুটি। উইম্বলডন থেকে বিদায় নেওয়ার পর এবার ইউ এস ওপেন জয়ের লক্ষ্যে রোহনরা।

উইম্বলডনে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ

রোহন দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যাওয়ায় এবারের উইম্বলডনে ভারতের কোনও খেলোয়াড় টিকে থাকলেন না। পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন সুমিত নাগাল ও এন শ্রীরাম। দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন ইউকি ভাম্বরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Olympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন রোহন বোপান্না-শ্রীরাম বালাজির

Rohan Bopanna: বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রোহন বোপান্না

Asian Games 2023: এশিয়ান গেমসে টেনিসে মিক্সড ডাবলসে সোনা রোহন বোপান্না-রুতুজা ভোসালের

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন