পরপর ২ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, প্যারিস অলিম্পিক্সে খেলা নিশ্চিত করাই লক্ষ্য নিখাতের

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের বক্সাররা। এই প্রতিযোগিতা থেকে চারটি সোনা পেয়েছে ভারত। এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল।

পরপর দু'বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। কিন্তু এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি নিখাত জারিন। এবার অলিম্পিক্সে পদক জেতাই ভারতের এই মহিলা বক্সারের লক্ষ্য। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিনে হতে চলেছে এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতাতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আগামী বছরের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে চান বলে জানিয়েছেন নিখাত। অলিম্পিক্সের লক্ষ্যেই নিজেকে তৈরি করছেন এই বক্সার। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৫২ কেজি বিভাগে সোনা জেতেন। এবার অলিম্পিক্সের কথা মাথায় রেখেই ৫০ কেজি বিভাগে লড়াই করেন নিখাত। ফের সোনা জিতলেন তিনি। নয়াদিল্লিতে চ্যাম্পিয়ন হওয়ার পর নিখাত বলেছেন, 'এই টুর্নামেন্ট থেকে আমি ভালো অভিজ্ঞতা অর্জন করলাম। বিশেষ করে ৫০ কেজি বিভাগে আমার অভিজ্ঞতা হল। ৫০ কেজি বিভাগ অলিম্পিক্সের ক্যাটিগরি। আমি সোনা জিতলাম। আমার ভালো লাগছে।'

৫০ কেজি বিভাগে লড়াই শুরু করার পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও প্রতিযোগিতায় যোগ দেন নিখাত। দু'টি প্রতিযোগিতাতেই সোনা জিতলেন তিনি। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে ৫০ কেজি বিভাগে সোনা জেতেন এই ভারতীয় বক্সার। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন তিনি। এরপর প্যারিসই মূল লক্ষ্য নিখাতের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি কমনওয়েলথ গেমসের পর এই প্রথম ৫০ কেজি বিভাগে কোনও বড় প্রতিযোগিতায় লড়াই করলাম। কমনওয়েলথ গেমসে সোনা জিততে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশ্য আমাকে লড়াই করতে হল। এখানে সারা বিশ্বের বক্সাররা লড়াই করেছে। পরপর ম্যাচ খেলতে হয়েছে। কয়েকটি ম্যাচে আমার শরীরের নড়াচড়া একটু মন্থর হয়ে গিয়েছিল। আমাকে ওজন কমানোর জন্যও অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাকে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ হতে হয়েছে। আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে পরবর্তী প্রতিযোগিতায় লড়াই করার চেষ্টা করব।’

Latest Videos

এমসি মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে একাধিক সোনা জিতলেন নিখাত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'পরপর দু'বার সোনা জিততে পেরে আমার ভালো লাগছে। আমি জয়ের ধারা অব্যাহত রাখতে পেরে ভালো লাগছে। কয়েকমাস পরেই এশিয়ান গেমস। আমার কাছ থেকে সবারই প্রত্যাশা রয়েছে। আমি এই চাপকে ইতিবাচক হিসেবেই নিতে চাইছি। যে ফলই হোক না কেন, আমি ভালো শিক্ষা পাব।'

আরও পড়ুন-

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতকে চতুর্থ সোনা জেতালেন লাভলিনা বর্গোহাইন

সুইস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সাত্বিকসাইরাজ-চিরাগ

জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু