যে কোনও পর্যায়েই ভারত-পাকিস্তান লড়াই সবসময় উত্তেজক। কুস্তিতেও ভারত-পাকিস্তানের লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।
৭ বছর প্রতিযোগিতামূলক কুস্তি থেকে দূরে থাকার পর এবার রিংয়ে ফিরছেন বিখ্যাত কুস্তিগীর ও অভিনেতা সংগ্রাম সিং। শনিবার দুবাইয়ে পাকিস্তানের কুস্তিগীর মহম্মদ সইদের মুখোমুখি হচ্ছেন সংগ্রাম। দুবাইয়ের শাবাব আল-আহলি স্টেডিয়ামে এই কুস্তির লড়াই হতে চলেছে। সংগ্রামের রিংয়ে ফেরা নিয়ে ক্রীড়ামহলে আগ্রহ তৈরি হয়েছে। সইদের মুখোমুখি হওয়ার আগে এশিয়ানেট নিউজ নেটওয়ার্ককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংগ্রাম জানিয়েছেন, ৪০ বছর বয়স হলেও তিনি ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিপক্ষের বয়স অনেক কম হলেও, অভিজ্ঞতার মাধ্যমে জয় ছিনিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী সংগ্রাম। তিনি শনিবার লড়াইয়ে নামার জন্য তৈরি হচ্ছেন।
প্রত্যাবর্তন ভালোভাবেই হবে, আত্মবিশ্বাসী সংগ্রাম
সইদের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে সংগ্রাম বলেছেন, ‘আমি ৭ বছর পর রিংয়ে ফিরছি। পাকিস্তানের কুস্তিগীর মহম্মদ সইদের বয়স ২২-২৩ বছর। ও এখন ওর দেশের হয়ে অপেশাদার কুস্তিতে লড়াই করে। আমি এই ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নিচ্ছি। বাকিটা ঈশ্বরের হাতে। আমার বিশ্বাস, এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারব। ম্যাচের পর কিছু মানুষ আমাকে ট্রোল করতে পারে। কিন্তু আমার লক্ষ্য হল ৪০ বছর বয়সে খেলে লক্ষ লক্ষ শিশুকে অনুপ্রাণিত করা। আমি যখন ৪০ বছর বয়সে খেলতে পারছি তখন শিশুরাও জীবনে কিছু করতে পারবে। আমি এই ম্যাচের প্রস্তুতির জন্য ২-৩ কিলো ওজন বাড়িয়েছি। কারণ, অলিম্পিক্সের ধরনে কুস্তি হবে। অলিম্পিক্সে ৩ মিনিট করে ২ রাউন্ডের ম্যাচ হয়। এই ম্যাচে ৩ মিনিট করে ৬ রাউন্ড হবে।’
এতদিন পর কেন রিংয়ে ফেরার সিদ্ধান্ত নিলেন?
প্রত্যাবর্তনের বিষয়ে সংগ্রাম বলেছেন, ‘আমি অতীতে ৯৬ কেজি ক্যাটিগরিতে দেশের প্রতিনিধিত্ব করেছি। আমি ডব্লুডব্লুই ও পেশাদার কুস্তিতেও লড়াই করেছি। শুরুতে খেলা থেকে খুব বেশি টাকা পাওয়া যায় না। দেশের প্রতিনিধিত্ব করে কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য থাকে। শুরুতে পদক জয় প্রাথমিক লক্ষ্য ছিল না। এখন অন্যদের অনুপ্রেরণা জোগানোই আমার লক্ষ্য।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Wrestling: ভারতীয় কুস্তি সংস্থা নির্বাসনমুক্ত হওয়ায় অখুশি! ফের আন্দোলনের পথে সাক্ষী-বজরং