মহিলা হকি দলের লড়াইকে স্বাগত জানিয়ে বার্তা প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর। দেশ গর্বিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
টোকিওঅলিম্পিক্সে ব্রিটেনের কাছে হার মানল দেশের মহিলা হকি দল। তাদের এই লড়াইকেই সম্মান জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি বলেন টোকিও অকিম্পিক্সে মহিলা হকি দলের লড়াইয়ের কথা আগামী দিনেও দেশের মানুষ মনে রাখবেন। গোটা দেশ তাঁদের জন্য গর্বিত। মহিলা হকি দলের দূর্দান্ত পারফরম্যান্স দেশের মানুষ সবসময়ই মনে রাখবেন। দলের সদস্যরা তাঁদের সেরাটাই দিয়েছেন। দলের প্রতিটি সদস্য অসাধারণ সাহস দক্ষতার পরিচয় দিয়েছেন। মহিলা হকি দল নিয়ে ভারত গর্বিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদী।
বিয়ের সাজে একি করছেন নববধূ, যা দেখে চোখ কপালে উঠল নেট বাসিন্দাদের
ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি মহিলা হকি দলের সদস্যদের 'ইন্ডিয়ার ডটার'বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, গোটা দেশ আজ তাঁদের নিয়ে গর্বিত। মহিলা হকি দলের সাফল্য, লড়াই করার মনোভাব আগামী দিনে গোটা দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। মহিলা হকি দলের সদস্যরা ভারতবাসীকে লড়াইয়ের ময়দানে ফিরে আসার পথ দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
'দেশবাসীর মন জয় করে নিয়েছেন', দীপক পুনিয়ার হারের পর পাশে দাঁড়িয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
বিল নিয়ে আলোচনার গড় সময় ১০ মিনিট, 'পাপড়ি চাট' টুইটে ডেরেকের নিশানায় মোদী-অমিত শাহ
টোকিও অলিম্পিক্সে ২০২০ -তে অনেক আশা জাগিয়েছিল ভারতীয় মহিলা হকি দলের সদস্যরা। তৃতীয় স্থানের জন্য লড়াইতে তারা মুখোমুখি হয়েছিল গ্রেটব্রিটেনের। ৩-৪ গোলে হারলেও কঠিন লড়াই করেছে ভারত। প্রথম দিকে ০-২ গোলে ভারত পিছিয়ে গেলেও হার ছাড়েনি। যদিও শেষ রক্ষা হয়নি। ৪১ বছর পরে ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান দখল করল। ভারতের পুরুষ হকি দলের সদস্যরা দীর্ঘ দিন পরে ব্রোঞ্জ জেতার পর মহিলা হকি দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল গোটা দেশ। স্বপ্ন সফল না হলেও ক্রীড়াপ্রেমীদের জন্য একটা রুদ্ধশ্বাস খেলার উপহার দিয়েছিল ভারতীয় মহিলা হকি দলের সদস্যরা।