মহিলা হকিতে হারের হ্যাটট্রিক, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-১ গোলে হার ভারতের

টোকিও অলিম্পিকে মহিলা হকিতে টানা তৃতীয় হার। নেদারল্যান্ড, জার্মানির পর গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। ৪-১ গোলে হারতে হল রানি রামপালদের। কঠিন হল পরের রাউন্ডে যাওয়ার রাস্তা।
 

Sudip Paul | Published : Jul 28, 2021 6:53 AM IST

ভারতীয় মহিলা হকি দলের কাছে এবার অনেক প্রত্যাশা ছিল দেশবাসীর। কিন্তু টোকিও অলিম্পিকে একের পর এক লজ্জার হার। হারের হ্যাটট্রিক করে ফেল ভারতীয় মহিলা হকি দল। পুল এ-তে প্রথম ম্যাচচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২-০ গোলে হারতে হয়। বুধবার তৃতীয় ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে ৪-১ গোলে হারতে হল রানি রামপালের দলকে। ভারতীয় মহিলাদের পারফরমেন্সে হতাশ সকলেই।

আরও পড়ুনঃব্যাডমিন্টনে দ্বিতীয় ম্য়াচেও দুরন্ত সিন্ধু, প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টারে ভারতীয় শাটলার

আরও পড়ুনঃপ্রথম রাউন্ডে জয় বাড়িয়েছিল আশা, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় তরুণদীপ রাইয়ের

এদিন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তেমন লড়াই পর্যন্ত দিতে পারেনি ভারতীয় মহিলা হকি দল। ম্য়াচ শুরুর ৭২ সেকেন্ডের মধ্যেই প্রথম গোল হজম করতে হয়। গ্রেট ব্রিটেনের হয়ে প্রথম গোল করেন হ্যানা মার্টিন। দ্বিতীয় কোয়ার্টারেও গল হজম করতে হয় ভারতীয় দলকে। ম্যাচের ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্য়ানা মার্টিন। তবে দ্বিতীয় কোয়ার্টারে নিজেদের রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ওঠে ভারতীয় দল। ২৩ মিনিটে শর্মিলা দেবীর গোলে ব্যবধান কমায় ভারতীয় দল।

 

আরও পড়ুনঃফ্রাঙ্কফুর্টে আটকে গেলেন ভিনেশ ফোগাট, মিস করলেন টোকিও-র বিমান

কিন্তু ম্যাচে ফিরতে পারেনি ভারতীয় দল। ম্যাচের ৪১ মিনিটে লিলি ওসলেই গোল করে ব্রিটেনের পক্ষে ব্যবধান ৩-১ করেন। ম্যাচ শেষে আগে ৫৭ মিনিটে গ্রেস বলসডন দলের হয়ে চতুর্থ গোলটি করেন। পরপর তিনটি ম্যাচ হারায় পরের রাউন্ডে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেল ভারতের।  আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্য়াচের ফলাফলের দিকে।

Share this article
click me!