চায়ের দোকান থেকে কমনওয়েলথ গেমস ২০২২, দেশকে রুপো এনে দিলেন মহারাষ্ট্রের সঙ্কেত সরগর

কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে পুরুষদের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিলেন মহারাষ্ট্রের সঙ্কেত সরগর। তবে, দুঃখ একটাই, তাঁর চেয়ে মাত্র ১ কেজি ওজন বেশি তুলে সোনা জিতে নিয়েছেন মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন। 

মহারাষ্ট্রের সঙ্গলিতে বাবার চায়ের দোকানে নিয়মিত কাজ করতেন সঙ্কেত সরগর। কাজের ফাঁকে ফাঁকেই চলত পড়াশোনা আর ভার উত্তোলনের প্রশিক্ষণ। এভাবেই জিতে গিয়েছেন পাতিয়ালায় জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। আর আজই গর্বিত করলেন গোটা ভারতকে।

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই দেশের প্রথম পদক চলে এল ভারতের হাতে। ভারোত্তোলনে পুরুষদের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিলেন মহারাষ্ট্রের সঙ্কেত সরগর। তবে, দুঃখ একটাই, বার্মিংহ্যামে ক্লিন অ্যান্ড জার্কে ১৩৯ কেজি ওজন তুলতে গিয়ে তিনি কনুইয়ে চোট পান। চোট নিয়েই তৃতীয় বার ভার তুলতে গিয়ে ব্যর্থ হন। সব মিলিয়ে মোট ২৪৮ কেজি ওজন তুলেছেন এই ভারতীয় অ্যাথলিট। তাঁর চেয়ে মাত্র ১ কেজি ওজন বেশি তুলে সোনা জিতে নিয়েছেন মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন।

Latest Videos

মরিয়া লড়াইয়ে দেশকে বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২২ থেকে প্রথম পদক এনে দিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেলেন সঙ্কেত। 

ছেলের সাফল্যে গর্বিত সঙ্কেতের বাবা মহাদেব সরগর। দারুণ আনন্দ সারা দেশবাসীর সাথে ভাগ করে নিয়ে সঙ্গলিতে নিজের চায়ের দোকান এক ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবেগতাড়িত মহাদেব বলেছেন, 'আজকের দিনে ঘণ্টাখানেক দোকান বন্ধ রাখাই যায়।'

উল্লেখ্য, চলতি বছরেই জুন মাসে সঙ্কেতের বোন কাজল সরগর চতুর্থ ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এ সোনার পদক জিতেছেন। দুই চ্যাম্পিয়নের গর্বিত বাবা মহাদেব বলছেন, “কাজল পদক জেতার পর সেটা চায়ের দোকানে রেখেছিলাম। সকলকে দেখিয়েছি। ওই দোকান থেকেই তো আমাদের সংসার চলে। সঙ্কেতের পদকও আমার চায়ের দোকানেই রেখে দেব।”
 
ভারতেরই আরেক ভারোত্তোলক গুরুরাজা পূজারিকে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে রুপো জিততে দেখে প্রথম পদক জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন সঙ্কেত। উল্লেখ্য, আজ সঙ্কেতের জয়ের পরেই খবর আসে সেই গুরুরাজা পূজারিই কমনওয়েলথ গেমসে ছেলেদের ৬১ কেজি বিভাগে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতে নিয়েছেন। 

বাবার উৎসাহে ২০১৭ সালে মহারাষ্ট্রের জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন সঙ্কেত। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শনিবার পদক জিতে সঙ্কেত বলেছেন, “এই পদক উৎসর্গ করলাম দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন দিয়েছিলেন।”

আরও পড়ুন-
কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক, ভরোত্তলনে ব্রোঞ্জ জয় গুরুরাজা পূজারির
কমনওয়েলথ গেমসের প্রথম দিনে কেমন পারফর্ম করল ভারত, দেখে নিন এক ঝলকে
কমনওয়েলথের প্রথম ম্য়াচেই টস জিতল ভারত, অজিদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হরমনপ্রীত কউরের

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today