কমনওয়েলথ গেমসে ভারতের অগ্রগতি অব্য়াহত। শনিবার বিকেলেই এসেছিল প্রথম পদক। আর পদক এসেছিল ভরোত্তোলন থেকেই। ভারতের দ্বিতীয় পদকও এল ভরোত্তোলন থেকে।
কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক এল। ভরোত্তলনের ৬১ কিলো-তে পুরুষদের বিভাগের ফাইনালে নেমেছিলেন গুরুরাজা পূজারি। তিনি প্রতিযোগিতায় মোট ২৬৯ কিলো ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই বিভাগে স্ন্যাচে গুরুরাজা ১১৮ কিলো ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৫১ কিলো ওজন তুলে নিজের পদক নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ভারতের পদক জয়ও নিশ্চিত করেন।
Scroll to load tweet…
