করোনায় জারি মৃত্যু মিছিল,জরুরি পরিষেবার তকমা নিয়ে মার্কিন মুলুকে শুরু ডব্লু.ডব্লু.ই

  • করোনা আবহে ফ্লোরিডায় চালু হল ডব্লু.ডব্লু.ই-র লাইভ শো
  • এই রেশলিং শো-কে জরুরি পরিষেবার আওতায় এনেছে ফ্লোরিডা প্রশাসন
  • মানুষের বিনোদনের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে
  • তবে দর্শকশূণ্য স্টেডিয়ামে হবে শো, টেলিকাস্ট হবে টিভি-তে

Sudip Paul | Published : Apr 15, 2020 11:08 AM IST

বিশ্ব জুড়ে নিজের মারণ থাবা ক্রমশ বিস্তার করেই চলেছে করোনা ভাইরাস। আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেনের অবস্থা দিনের পর দিন শোচনীয় হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার দাপটে ত্রস্ত মানবজাতি। বিশ্ব জুড় বন্ধ সমস্ত স্পোর্টিং ইভেন্ট। খেলাধূলা বা অন্য কোনও বিনোদন নয়, মানুষের প্রাণ বাঁচানোটাই এখন প্রধান লক্ষ্য বিশ্ববাসীর কাছে। এই পরিস্থিতিতেও দর্শকদের বিনোদন দিতে মার্কিন মুলুকে চালু করা হল জনপ্রিয় ডব্লু.ডব্লু,ই অর্থাৎ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। করোনা আবহেও দর্শকদের বিনোদন দিতে মার্কিন মুলুকে চালু জনপ্রিয় ডব্লু.ডব্লু.ই।  লাইভ দর্শক ছাড়াই শুধুমাত্র টিভির দর্শকদের জন্যই প্রতি সপ্তাহে দুটি শো নিয়ে হাজির হচ্ছে  কুস্তি আর বিনোদনের মিশেল এই খেলা। করোনার কারণে দুনিয়ার তাবড় তাবড় টুর্নামেন্ট যখন বাতিল হচ্ছে, এমন সময়েও দর্শকহীন স্টেডিয়ামে রেসলিং শো নিয়ে প্রশ্ন উঠছে মার্কিন মুলুকে।
আরও পড়ুনঃবাতিল হতে চলেছে আইলিগের বাকি ২৮টি ম্যাচ, খবর ফেডারেশন সূত্রে
আরও পড়ুনঃকরোনাার কোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বাতি হল ট্যুর ডি ফ্রান্স প্রতিযোগিতা
ফ্লোরিডায়  ডব্লু.ডব্লু.ই  এতটাই জনপ্রিয় যে একে ‘জরুরি পরিষেবা’র আওতায়া আনা হল। চিকিৎসা, রেশন, দমকল, আর পুলিশের পাশাপাশি এবার জরুরি পরিষেবার আওতায় এল এই মরণ খেলাটিও। ফ্লোরিডার পাশাপাশি গোটা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় এই খেলা।  বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এর জনপ্রিয়তা চূড়ান্ত। তাই এই পরিস্থিতিতে বিনোদনের জন্য টেলিভিশনে ডব্লু.ডব্লু.ই সম্প্রচার প্রয়োজন বলে মনে করছে ফ্লোরিডা প্রশাসন।  ফ্লোরিডার গভর্নর রন ডি'স্য়ান্টিস জানিয়েছেন, 'নিয়ম মেনেই ফ্লোরিডায় ডব্লু.ডব্লু.ই-র পারফরম্যান্স সেন্টার চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ডব্লু.ডব্লু.ই জরুরি পরিষেবা, তাই এই অনুমতি দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, ৩০ এপ্রিল পর্যন্ত মার্কিন মুলুকের বিভিন্ন প্রদেশে কার্যত লকডাউন নিয়ম চালু করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। যাতে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র জরুরি পরিষেবাকে। করোনা পরিস্থিতির মধ্যেই এক সাংবাদিক বিবৃতিতে ডব্লু.ডব্লু.ই কর্তৃপক্ষ জানিয়েছে, 'আমরা মনে করি, এই কঠিন সময়ে বাড়িতে বসে থাকা মানুষকে বিনোদন করা আরও জরুরি।' শো চালু রাখলেও কর্মীদের স্বাস্থ্য নিয়ে সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃভারতের কোনও সাহায্যের দরকার নেই পাকিস্তানের, জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান
 

Share this article
click me!