করোনাার কোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বাতি হল ট্যুর ডি ফ্রান্স প্রতিযোগিতা

  • করোনা ভাইরাসের কোপে আরও এক বিশ্বমানের টুর্নামেন্ট
  • এবছর বাতিল হয়ে গেল ট্যুর ডি ফ্রান্স সাইক্লিং প্রতিযোগিতা
  • জানানো হল প্রতিযোগিতার আয়োজক কমিটির তরফে
  • হতাশ বিশ্ব জুড়ে প্রতিযোগী ও সাইক্লিংয়ের অনুরাগীরা

Sudip Paul | Published : Apr 15, 2020 8:10 AM IST

করোনা মহামারির জেরে এবার বাতিল হয়ে গেল বিশ্বের আরও একটি বড় টুর্নামেন্ট। ঠিক ছিল, এ বার ২৭ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত 'ট্যুর ডি ফ্রান্স' অনুষ্ঠিত হবে। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের অতিমারীর জেরে, দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ফ্রান্স। ১১ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন চলবে বলে ঘোষণা করা হয়েছে। তারপর যে ফ্রান্সে লকডাউন উঠে যাবে, তেমন নিশ্চয়তাও নেই। শুধু লকডাউন নয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে যে কোনও ধরনের জনসমাবেশ বা পাবলিক ইভেন্ট আয়োজনের উপরেও নিষেধাজ্ঞা বাড়িয়ে ১১ জুলাই করা হয়েছে। করোনার কারণে ১১ জুলাইয়ের আগে লোকজনের জমায়েত করা যাবে না। তার ফলে বাতিল হয়ে গেল ফ্রান্সে অনুষ্ঠিত জনপ্রিয় সাইকেল রেস। ট্যুর ডি ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বার্ষিক এই সাইকেল রেস বাতিল করতে বাধ্য হলেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃভারতের কোনও সাহায্যের দরকার নেই পাকিস্তানের, জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান
লাহোরে তুষারপাত সম্ভব, কিন্তু ইন্দো-পাক সিরিজ নয়, জানালেন গাভাস্কার

উল্লেখ্য এই বার্ষিক সাইকেল প্রতিযোগিতা চলে একটানা তিন সপ্তাহ। কিন্তু ফ্রান্সের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর প্রতিযোগিতা বাতিল করা ছাড়া কোনও রাস্তা খুঁজে পাচ্ছেন না আয়োজকরা। ফ্রান্সে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজারের বেশি লোক মারা গিয়েছেন। আক্রান্ত প্রায় ১ লক্ষ ৪০ হাজার। তাই 'ট্যুর ডি ফ্রান্স' প্রতিযোগিতাই বাতিল করা হল শেষ পর্যন্ত।আয়োজকরা জানান, ঠিক ছিল, এ বার ২৭ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত 'ট্যুর ডি ফ্রান্স' হবে। কিন্তু, করোনার কারণে ১১ জুলাইয়ের আগে লোকজনের জমায়েত করা যাবে না। তার পরেও যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এমন সম্ভাবনা খুব কম। তাই সাইকেল রেস একমাস পিছিয়ে দেওয়ার কোনও কারণ খুঁজে পাননি উদ্যোক্তরা। তাই 'ট্যুর ডি ফ্রান্স' প্রতিযোগিতাই বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ২২ বছরের তরুণের সঙ্গে জলকেলিতে নেইমারের মা,অভিসারের ছবি হল ভাইরাল

 

Share this article
click me!