Whatsapp: হোয়াটসঅ্যাপে আবারও নতুন ফিচার, ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল

Published : Jul 23, 2024, 09:23 PM IST
WhatsApp

সংক্ষিপ্ত

একের পর এক নতুন আপডেট। হোয়াটসঅ্যাপ (Whatsapp) মানেই যেন নতুনত্ব। প্রতিনিয়তই আসছে নিত্যনতুন ফিচার।

একের পর এক নতুন আপডেট। হোয়াটসঅ্যাপ (Whatsapp) মানেই যেন নতুনত্ব। প্রতিনিয়তই আসছে নিত্যনতুন ফিচার।

জানা যাচ্ছে, একটি নতুন ফিচার নিয়ে এইমুহূর্তে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। ইন্টারনেট (Internet) ছাড়াই এবার থেকে ফাইল শেয়ারের সুযোগ থাকছে এই অ্যাপে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড (Android) ব্যাবহারকারীদের জন্য এই ফিচারটি ঘোষণা হয়ে গেলেও, আইওএস (IOS) ইউজারদের জন্যও এবার এই আপডেটটি আনতে চলেছে মেটা (Meta)।

একটি রিপোর্টে বলা হয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে ফাইল শেয়ারের পদ্ধতি হবে সম্পূর্ণ আলাদা। প্রসঙ্গত, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে থাকবে নিয়ারবাই শেয়ারিং অপশন। আইফোন এয়ারড্রপের মতোই এটির সাহায্যে বড় ফাইল শেয়ার করা যাবে ইন্টারনেট সংযোগ ছাড়াই।

কিন্তু আইওএস ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বেশকিছু আলাদা নিয়ম চালু করছে। এক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করেই ফাইল শেয়ার করতে পারবেন অ্যাপল ইউজাররা। তবে আপাতত পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে।

হাই কোয়ালিটি ফটো, ভিডিও কিংবা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে অনেকসময় সমস্যা তৈরি হয় ইন্টারনেট সংযোগ না থাকলে। কারণ, বহু এলাকাতেই ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল থাকে। সেক্ষেত্রে এই ফিচারটি দারুণ উপকারী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কোনওভাবেই ব্যাহত হবে না।

এদিকে জানা যাচ্ছে, এবার থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজের অনুবাদও করে দেবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নতুন এই ফিচারকে কাজে লাগিয়ে যেকোনও ভাষায় লেখা মেসেজকেই নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ইউজাররা।

সেই অপশনটি অন করে দিলেই সমস্ত মেসেজকে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার। ওয়াকিবহাল মহলের ধারণা, এটির ফলে দারুণ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অন্য যে কোনও ভাষার মেসেজকে নিজের পছন্দের ভাষায় রূপান্তরিত করে নেওয়া যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Top 5 Smartphones: ২০২৫ সালের সেরা ৫টি স্মার্টফোন কোনগুলি? রইল পুরো তালিকা
Samsung Galaxy A57: বড় চমক স্যামসাং-এর, বাজারে আসছে গ্যালাক্সি এ৫৭ ৫জি