গবেষকদের নতুন আবিষ্কার, ওষুধেই সারবে স্তন ক্যানসার। প্রতি ৮ জনের মধ্যে এক জন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। ২২ জন ভারতীয় মহিলাদের মধ্যে ১ জন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বিশ্বে যেখানে স্তন ক্যানসারে আক্রান্তদের গড় বয়স ৫০ বছর। সেখানে ভারতে ২০-৩০ বছরের মহিলারাও আক্রান্ত হচ্ছেন এই মারন রোগে
স্তন ক্যানসার চিকিৎসা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। প্রথম স্তরে ধরা পরলে এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। এবার স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব ওষুধের মাধ্যমেই। এমনই দাবি করেছে লন্ডনের ন্যশনাল হেলথ সার্ভিস। স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধের মাধ্যমেই। অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধটিকে বাজারে আনার ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিস। এই ওষুধটি টিউমার অপসারণের পরে স্তন ক্যানসারের আশঙ্কা হ্রাস করে দেয়