ঝিমুনি লাগছে! গায়ে ব্যাথা! হৃদরোগে আক্রান্ত হননি তো! জেনে নিন হৃদযন্ত্রের গোলমাল ধরার উপায়

করোনা থেকে সেরে ওঠার পর মানুষ দীর্ঘদিন ধরে ক্লান্ত ও দুর্বল বোধ করছে। এ ছাড়া কারও কারও হৃদস্পন্দন বেড়ে গেলে, বেশি ক্লান্তি, দুর্বলতা, বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হলে এসব সমস্যাকে অবহেলা করবেন না। এগুলো আপনার হার্ট দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে। আসুন জেনে নিই দুর্বল হার্টের লক্ষণগুলো কী কী? 

আজকাল মানুষ হার্ট সংক্রান্ত সমস্যায় বেশি ভুগছে। অল্প বয়সে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থাকে। সেই সঙ্গে করোনার পর এই সমস্যা আরও বেড়েছে। কোভিডের জেরে হৃদযন্ত্রে দুর্বলতা দেখা গিয়েছে। করোনা থেকে সেরে ওঠার পর দীর্ঘদিন ক্লান্ত ও দুর্বল বোধ। কারও হৃদস্পন্দন বেড়ে গেলে-বেশি ক্লান্তি ও দুর্বলতা দেখা দিচ্ছে।  বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হলে এসব সমস্যাকে অবহেলা করবেন না। এগুলো আপনার হার্ট দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে। দুর্বল হার্টের লক্ষণ-দ্রুত হার্টবিট, ক্লান্তি এবং দুর্বলতা, বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে অসুবিধা। দ্রুত হার্টবিট- হৃদস্পন্দন হঠাৎ করে দ্রুত হলে উপেক্ষা করবেন না, অক্সিমিটার দিয়ে হার্টবিট চেক করতে থাকুন, ৬০-১০০-এর মধ্যে নাড়ি থাকা উচিত, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ক্লান্তি এবং দুর্বলতা- খুব দুর্বল এবং ক্লান্ত বোধ করেন তাহলে আপনার হৃদযন্ত্র দুর্বল হতে পারে, হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত ​​বহন করে, দুর্বল হৃদযন্ত্রে রক্ত ​​সঞ্চালন হতে বেশি সময় লাগে, এর জন্য বেশি ক্লান্ত বোধ করেন, ডাক্তারের পরামর্শ নিন। বুকে ব্যথা- বুকে কোনও ধরনের ব্যথা থাকলে তাতে গুরুত্ব দিন, হার্টের দুর্বলতার কারণেও বুকে ব্যথা হতে পারে, করোনা ভাইরাস আমাদের ফুসফুস ও শরীরের অন্যান্য অংশকে প্রভাবিত করছে, যার কারণে বুকে ব্যথার সমস্যাও হতে পারে, করোনা থেকে সেরে ওঠার পরও উপসর্গ দেখা দেয়, বুকে ব্যথা থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। শ্বাস-প্রশ্বাসে অসুবিধা- করোনা থেকে সেরে ওঠার পরও কয়েকদিন অক্সিজেনের মাত্রা পরীক্ষা করুন, অনেক সময় পরেও করোনা ভাইরাসের প্রভাব হার্টে পড়তে পারে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা, করোনা থেকে সেরে ওঠার পর বারবার আপনার অক্সিজেনের মাত্রা পরীক্ষা করুন, শ্বাস নিতে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন। 

02:00Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা02:01Blood pressure: গরমে খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার01:40গরমে চুল ভালো রাখতে নিয়মত খান এই ফল গুলি, দেখে নিন তালিকায় কী কী রাখবেন01:44মাত্র সাত দিনে কমবে ২ থেকে ৩ কেজি, গরমের মরশুমে মেদ কমাতে মেনে চলুন এই ৭ টি টিপস01:50মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায়ে নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগের ঝুঁকি01:51Oral Care : ঝলমলে ও মজবুত দাঁত পেতে চান, আজ থেকেই ডায়েটে রাখুন এই ৫ খাবার08:45বিভিন্ন ঋতুতে চোখের সমস্যা সমাধানে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কল্যাণ বৈদ্য'র পরামর্শ01:57হার্টের সুস্থতার জন্য ডায়েটে রাখুন এই পাঁচ জিনিস, হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন01:58ক্রমে কমে যাচ্ছে চুলের বৃদ্ধি? জেনে নিন কেন হয় এমন সমস্যা ও সমাধানের উপায়01:11ওজন কমাতে প্রতিদিন চিয়া সিড খাচ্ছেন ? জেনে নিন এর সাইড এফেক্টগুলি