প্রাচীন কাল থেকেই সূর্য আরাধনার চল রয়েছে ভারতীয়দের মধ্যে। আর সেই সূর্যের তাপই হয়ে উঠতে পারে নানা অসুস্থতা, শারীরিক সমস্যা থেকে মুক্তির পথ। সূর্যের তাপের সঙ্গে শরীরে যে ভিটামিন ডি পৌঁছয়, যা শরীর ভিতর থেকে চাঙ্গা করে। আয়ুর্বেদ শাস্ত্রে, শরীরিক নানা সমস্যা দূর করতে ‘সূর্য জল’-এর উপর বিশেষ ভরসা রাখা হত
একটি পাত্রে অথবা একটি বোতলে জল ভরে রেখে দিতে হবে রোদে। অন্তত ৮ ঘণ্টা একই ভাবে রোদের তাপ লাগাতে হবে সেই জলে। তাতে সূর্যের শক্তি সম্পূর্ণ রূপে শোষণ করে নিতে পারে সেই জল। টানা ৩ দিন ৮ ঘণ্টা করে জলের পাত্রে রোদ লাগাতে পারলে আরও ভাল ফল পাবেন। তার পর সেই জল পান করলেই দূর হবে নানা শারীরিক সমস্যা