কাজের চাপে ঠিক সময়ে খাবার খাওয়া হয়ে ওঠেনা অনেকেরই, দিনের বেলা সঠিক সময় খাওয়া হলেও রাতে তা অনেক সময়েই হয়না।
কাজের চাপে ঠিক সময়ে খাবার খাওয়া হয়ে ওঠেনা অনেকেরই, দিনের বেলা সঠিক সময় খাওয়া হলেও রাতে তা অনেক সময়েই হয়না। রাতি অধিকাংশ মানুষই দেরি করে খায়। রাতে দেরি করে খাওয়া আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে এবং তাড়াতাড়ি খাওয়া আপনাকে অনেক উপকার দিতে পারে। রাতে দেরি করে খাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে ঘুমিয়ে যান, যার কারণে খাবার হজম হয় না এবং গ্যাস, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা হয়। তাড়াতাড়ি খেয়ে নিলে খাবার ভালোভাবে হজম হয়। এই কারণেই রাতে খাবার পরপরই শুতে নিষেধ করা হয়। ডায়াবেটিস হলে শরীর সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করে না। এমন পরিস্থিতিতে ঠিক সময়ে খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আপনি যখন দেরিতে খান, তখন আপনার খাবার হজম হয় না। যার কারণে পেটে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।