চায়ের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, হতে পারে বড় বিপদ

বেশ কিছু খাবার রয়েছে যা চায়ের সঙ্গে খেলে বড় ক্ষতির সম্ভাবনা থাকে, সেই সব খাবার এড়িয়ে চলাই ভালো। চায়ের সাথে জল খাবেন না। চায়ের সঙ্গে অনেকেই জল পান করেন, যা স্বাস্থ্যের জন্য একেবরেই ভালো নয়। 

অনেকেই আছেন যারা চা খেতে ভালোবাসেন। অনেকেই আছেন যারা দিনে বহুবার চা খান। চা খেলে মন চাঙ্গা থাকে। তবে বেশ কিছু খাবার রয়েছে যা চায়ের সঙ্গে খেলে বড় ক্ষতির সম্ভাবনা থাকে, সেই সব খাবার এড়িয়ে চলাই ভালো। চায়ের সাঙ্গে কখনই ভুলেও জল খাবেন না। চায়ের সঙ্গে অনেকেই জল পান করেন, যা স্বাস্থ্যের জন্য একেবরেই ভালো নয়। চায়ের সঙ্গে লেবু না খাওয়াই ভালো, চায়ের সঙ্গে লেবু খেলে অনেকেরই অ্যাসিডিটির সমস্যা হয়। দুধ চা-এর সঙ্গে একেবারেই লেবু খাবেন না। হলুদের তৈরি জিনিস চায়ের সঙ্গে খাওয়া উচিত নয়, চায়ের সঙ্গে হলুদের রাসায়নিক বিক্রিয়া হয়, যা শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। চায়ের সঙ্গে তাই হলুদের জিনিস কখনই না খাওয়া ভালো। শুকনো ফলও চায়ের সাথে খাওয়া উচিত নয়। শুকনো ফলের মধ্যে আয়রনের রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরে খারাপ প্রভাব ফেলে।

02:00Kidney: খাদ্যতালিকায় যোগ করুন এই সাতটি খাবার, দূর হবে কিডনির সকল সমস্যা02:01Blood pressure: গরমে খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার01:40গরমে চুল ভালো রাখতে নিয়মত খান এই ফল গুলি, দেখে নিন তালিকায় কী কী রাখবেন01:44মাত্র সাত দিনে কমবে ২ থেকে ৩ কেজি, গরমের মরশুমে মেদ কমাতে মেনে চলুন এই ৭ টি টিপস01:50মেনে চলুন এই সকল বিশেষ টিপস, সহজ উপায়ে নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগের ঝুঁকি01:51Oral Care : ঝলমলে ও মজবুত দাঁত পেতে চান, আজ থেকেই ডায়েটে রাখুন এই ৫ খাবার08:45বিভিন্ন ঋতুতে চোখের সমস্যা সমাধানে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কল্যাণ বৈদ্য'র পরামর্শ01:57হার্টের সুস্থতার জন্য ডায়েটে রাখুন এই পাঁচ জিনিস, হৃদরোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন01:58ক্রমে কমে যাচ্ছে চুলের বৃদ্ধি? জেনে নিন কেন হয় এমন সমস্যা ও সমাধানের উপায়01:11ওজন কমাতে প্রতিদিন চিয়া সিড খাচ্ছেন ? জেনে নিন এর সাইড এফেক্টগুলি