পেগাসিস একটি স্পাইওয়ার বা গোপনে নজরদারি চালানোর অ্যাপ্লিকেশন। এসএমএস-এর মাধ্যমে এই পেগাসিস-কে টার্গেটে লক্ষ্যভেদ করতে পাঠানো হয়। প্রযুক্তি নিয়ে সম্যক ধারনা না থাকলেই পেগাসিস-এর ফাঁদে অনায়সে পড়ে যাবেন। অ্যাপ মোবাইলে ডাউনলোড করলে অজানা এসএমএস-এ ক্লিক না করাই ভালো। নানা চমক দেওয়া ক্যাপশন লিখে পেগাসিসকে কাজে লাগানো হয়। ক্যাপশনের চমকে ফাঁদে পা দিলেই সমস্ত গোপন তথ্য পাচার হয়ে যাবে। ফোনে পেগাসিস-এর মতো চর ঢুকেছে কি না তা পরীক্ষা করে নিতে হবে। এর জন্য থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যা দিয়ে ফরেনসিক পরীক্ষা হয়। পেগাসিস সবচেয়ে বেশি জনপ্রিয় আই ফোনে, আইএসও-কে দ্রুত আক্রমণ করে। পেগাসিস একবার কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে ঢুকে পড়লে আর রক্ষে নেই। আপনার সমস্ত গোপন তথ্য চলে যাবে অজানা লোকেদের কাছে।
পেগাসিস একটি স্পাইওয়ার বা গোপনে নজরদারি চালানোর অ্যাপ্লিকেশন। এসএমএস-এর মাধ্যমে এই পেগাসিস-কে টার্গেটে লক্ষ্যভেদ করতে পাঠানো হয়। প্রযুক্তি নিয়ে সম্যক ধারনা না থাকলেই পেগাসিস-এর ফাঁদে অনায়সে পড়ে যাবেন। অ্যাপ মোবাইলে ডাউনলোড করলে অজানা এসএমএস-এ ক্লিক না করাই ভালো। নানা চমক দেওয়া ক্যাপশন লিখে পেগাসিসকে কাজে লাগানো হয়। ক্যাপশনের চমকে ফাঁদে পা দিলেই সমস্ত গোপন তথ্য পাচার হয়ে যাবে। ফোনে পেগাসিস-এর মতো চর ঢুকেছে কি না তা পরীক্ষা করে নিতে হবে। এর জন্য থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যা দিয়ে ফরেনসিক পরীক্ষা হয়। পেগাসিস সবচেয়ে বেশি জনপ্রিয় আই ফোনে, আইএসও-কে দ্রুত আক্রমণ করে। পেগাসিস একবার কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে ঢুকে পড়লে আর রক্ষে নেই। আপনার সমস্ত গোপন তথ্য চলে যাবে অজানা লোকেদের কাছে।